আমি অনলাইনে রেডিও স্টেশন খুলতে চাই
শেয়ার করুন বন্ধুর সাথে

১। অনলাইন রেডিও স্টেশন চালু করার জন্য প্রথমে আপানাকে লেটেস্ট উইনএম্প সফটওয়ারটি ডাউনলোড ( http://www.winamp.com/ ) করে কম্পিউটারে ইন্সটল করতে হবে। ২। এবার উইনএম্পের জন্য একটা ডিএসপি নামের প্লাগিন ইন্সটল ( http://www.shoutcast.com/BroadcastNow ) করুন। ৩। এবার লিসেন টু মাই রেডিওতে (http://mobile.listen2myradio.com/ ) ফ্রি রেজিস্ট্রি অপসনে নিজের রেডিওটির নাম লিস্টেড করুন। মনেকরেন আপনার রেডিওটির নাম দিলেন পাংখা......তাহলে আপনার রেডিও স্টেশনটির ইউএরএল হবে "পাংখা.লিসেন টু মাই রেডি.কম" এখনে আপনি আপনার রেডিওর কন্ট্রল প্যানেলটি পেয়ে যাবেন এবং আপনার জন্য নিদ্ধারিত আই.পি এবং পোর্ট নাম্বার পেয়ে যাবেন। ৪। উনএম্প ওপেন করে কন্ট্রল +পি চাপুন>প্লাগিন ট্যাবে নিচের ছবির মতো একটা উইনডো ওপেন হবে। উইনডোতে জায়গা মতো আই.পি এবং পোর্ট নাম্বার দিন। কানেক্ট বাটনে ক্লিক করুন, বাজান আপনার পছন্দমতো গান, স্টেটাস প্যানে আপনার ডাটা সেন্টের পরিমান দেখতে পাবেন, এর মানে হলো আপনার গানটি অন এয়ার হচ্ছে... এবার বন্ধুদের আপনার রেডিও স্টেশনের লিংকটি পাঠিয়ে দিন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ