পরমকরুনাময় আল্লাহর নামে আরম্ভ। নামাযে আঙ্গুল ফোটানো নিষেধ, মসজিদে অবস্থানরত অবস্থায় আঙ্গুল ফোটানো নিষেধ। তবে মসজিদের বাহিরে প্রয়োজন বশত অবকাশ আছে। -(ইবনে মাযা, আবু দাউদ, মুজতাবা, আহমাদ, রদ্দুল মুহতার) ﺭﻭﺍﻩ ﺍﺑﻦ ﻣﺎﺟﻪ ﻣﺮﻓﻮﻋﺎً : ﻻ ﺗﻔﺮﻗﻊ ﺃﺻﺎﺑﻌﻚ ﻭﺃﻧﺖ ﺗﺼﻠﻲ . ﻭﺭﻭﻯ ﻓﻲ ﺍﻟﻤﺠﺘﺒﻰ ﺣﺪﻳﺜﺎً : ﺃﻧﻪ ﻧﻬﻰ ﺃﻥ ﻳﻔﺮﻗﻊ ﺍﻟﺮﺟﻞ ﺃﺻﺎﺑﻌﻪ ﻭﻫﻮ ﺟﺎﻟﺲ ﻓﻲ ﺍﻟﻤﺴﺠﺪ ﻳﻨﺘﻈﺮ ﺍﻟﺼﻼﺓ. ﻭﻓﻲ ﺭﻭﺍﻳﺔ : ﻭﻫﻮ ﻳﻤﺸﻲ ﺇﻟﻴﻬﺎ. ﻭﺭﻭﻯ ﺃﺣﻤﺪ ﻭﺃﺑﻮ ﺩﺍﻭﺩ ﻭﻏﻴﺮﻫﻤﺎ ﻣﺮﻓﻮﻋﺎً : ﺇﺫﺍ ﺗﻮﺿﺄ ﺃﺣﺪﻛﻢ ﻓﺄﺣﺴﻦ ﻭﺿﻮﺀﻩ ﺛﻢ ﺧﺮﺝ ﻋﺎﻣﺪﺍً ﺇﻟﻰ ﺍﻟﻤﺴﺠﺪ ﻓﻼ ﻳﺸﺒﻚ ﺑﻴﻦ ﻳﺪﻳﻪ ﻓﺈﻧﻪ ﻓﻲ ﺻﻼﺓ . قال ابن عابدين: ﻭﻓﺮﻗﻌﺔ ﺍﻷﺻﺎﺑﻊ ﻭﺗﺸﺒﻴﻜﻬﺎ ﻭﻟﻮ ﻣﻨﺘﻈﺮ ﺍﻟﺼﻼﺓ ﺃﻭ ﻣﺎﺷﻴﺎً ﺇﻟﻴﻬﺎ ﻟﻠﻨﻬﻲ، ﻭﻻ ﻳﻜﺮﻩ ﺧﺎﺭﺟﻬﺎ ﻟﺤﺎﺟﺔ‏.

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ