আমার মোবাইলে অতিরিক্ত এমবি কাটে আগে এত কাটত না। j1 samsung. mobile . sim robi। কেন কাটে এখন আমি কি করলে এমবি কম কাটবে
Share with your friends
Unknown

Call

আগে কাটতো না---- তার মানে আপনার ইন্সটল করা নতুন কোনো অ্যাপ এই কাজ করছে, Settings >> Data usage এখানে নিচের দিকে দেখুন কোন অ্যাপটা অনাকাঙ্ক্ষিত ভাবে সবচেয়ে বেশি MB কাটছে, দরকার না থাকলে সেটি আনইন্সটল করুন অথবা সবসময় Background dat restrict করে রাখুন।

Talk Doctor Online in Bissoy App
Call

আপনি প্রথমে Settings >> Data usage যান তারপর auto-synk data এখানে টিক চিহ্ন দেয়া থাকলে টিক চিহ্নে ওকে করুন তাহলে তা মুছে যাবে এবং আপনার এমবি কম কাঠবে।

Talk Doctor Online in Bissoy App
AjimulIslam

Call

আপনার যদি প্রতিনিয়ত বেশি কাটতেই থাকে তাহলে সেটিং এ গিয়ে ৩জি কে ২জি করে দিন।আর আপনার ফোনটি নিয়ে কাসটোমার কেয়ারে চলে যান।আপনার এ সমস্যায় আমি ও ভুগছিলাম।

Talk Doctor Online in Bissoy App
shopnaa

Call

# ব্যবহারের পর ডাটা connection off রাখেন। #background data restrict করে রাখুন । পরে background data on চাইলে ওন্ করবেন। #আপনি যদি আগের চেয়ে ইউটিউব কিংবা ডাউনলোড বেশী করেন তবে তা কমিয়ে দিন ।:) #নতুন কোন app ইউজ করলে তা থেকেও বেশি ডাটা কাটতে পারে। # অনলাইন গেম ফ্রি হলেও তাতে ডাটা কাটবে। আর অপ্রয়োজনীয় অ্যাপগুলো uninstall করে দিন। কারণ ডাটা অন্ করলেই সেগুলো অটো আপডেট নেয়।

Talk Doctor Online in Bissoy App