Call

মিলনের পর ৭২ ঘন্টার মধ্যে যদি পিল খেয়ে থাকেন তাহলে প্রেগনেন্টসির সম্ভবনা থাকে না। রক্ত মাসিক এর হতে পারে। মেয়েদের সাধারণত ৪০ থেকে ৫০ বছরের মধ্যে মাসিক বন্ধ হয়ে থাকে। এর আগে বন্ধ হয়ে থাকে প্রেগনেন্টসির জন্য আর অনেক সময় অন্যান্য করনেও মাসিক বন্ধ হয়। তাই আপনার উচিত প্রেগন্যান্টসি টেস্ট করা। ধন্যবাদ। 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Jamiar

Call

ইমার্জেন্সি  পিল সেবনের পর অস্বাভাবিক ভাবে মাসিকের রক্তপাত আসতে পারে। যদি পিল খাওয়ার পর মাসিকের রক্তপাত আসে তাহলে প্রেগন্যান্সি সম্ভাবনা থাকবে না। তবে সবার ক্ষেত্রে একই হয় না।কারো ক্ষেত্রে মাসিকের সময় থেকে ২/১ সপ্তাহ মাসিক থেমে থাকে কিন্তু কয়েকদিনের মধ্যে মাসিক হয়েছে যায়। আর ইমার্জেন্সি  পিল খাওয়ার পর মাসিক থেমে থাকলেও প্রেগন্যান্সি ঝুঁকি থাকবে না যদি ৪/৩ সপ্তাহের মধ্যে মাসিক হয় আর মাসিক না হলে প্রেগন্যান্সি  টেস্ট করবেন।  আশা করি বুঝতে পারছেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ