আমি এবছর SSC (science এ পড়ি) দিয়েছি । Psc,jsc তে Goldem A+ সাথে বৃত্তি পেয়েছি কিন্তু দুরভাগ্য বসত Ssc তে মনে হয় Golden A+ পাব না তবে ইনশাল্লাহ A+ পাব ।আমার ইচ্ছে ঢাকার ভিতর ভালো কলেজে ভর্তি হওয়া কিন্তু আমি ঢাকার কোন কলেজ সম্পর্কে জানি না । তাই Plz কেউ বলবেন ঢাকার কোন কলেজ গুলো Science এর জন্য ভালো আর কিভাবে ভর্তি হতে পারি শুধু A+ নিয়ে আর ভর্তি পরীক্ষায় কোন প্রশ্নগুলো কোথায় থেকে আসে এবং কিভাবে প্রস্তুতি নিলে আল্লাহর রহমতে ভাল কলেজে ভর্তি হতে পারব?
Share with your friends

ভালো কয়েকটি কলেজ হলোঃ রাজউক উত্তরা মডেল কলেজ , নটরডেম কলেজ , আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ . ক্যামব্রিয়ান কলেজ ,সামছুল হক খান স্কুল এন্ড কলেজ ইত্যাদি । ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হতে গুরুত্বপূর্ণ বিষয়ের বেসিক গুলো আয়ত্ব করতে হবে । গণিত , পদার্থ , রসায়ন ,ও উচ্চতর গণিতের গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে ভালো করে প্রস্তুতি নিতে হবে । এছাড়া ভর্তি কোচিংও করতে পারেন ।

Talk Doctor Online in Bissoy App
Call

ঢাকা রেসিডন্সিয়াল মডেল কলেজ, বিসিআইসি কলেজ, মাইলস্টোন কলেজ। নটরডেম আর ক্যাম্ব্রিয়ানই ভালো হবে।

Talk Doctor Online in Bissoy App