. আমি একটা কম্পিউটার কিনতে চাই। বাজেট প্রায় ৩০০০০-৩৫০০০ হাজার টাকার ভিতর। যে গুলো করতে চাই :: ১. অ্যাপ ডেভলপ শেখা ( Basic) ২. গ্রাফিক্স ডিজাইন শেখা ( Basic) ৩. মাইক্রাসফট অফিস ( Advance) ৪. ইন্টারনেট ( Heavy ) ৫. গান শুনা + মুভি দেখা ( একটু বেশি দেখা )। ৬. গেমিং ( মোটেও না)। ইত্যাদি এই টকার মধ্যে ডেস্কটপ / ল্যাপটপ কোনটা কিনলে ভাল হবে। আমার ইচ্ছে ল্যাপটপ।
Share with your friends

HP 14-AC130TU 6th Generation Core i3 Laptop এই ল্যাপটপটি কিনতে পারেন ভালো হবে। আপনার দেয়া বিবরনের সব কাজ করতে পারবেন। পুরো স্পেশিফিকেশন দেখে নিন Specification Battery Type 4-cell Lithium ion battery Screen Size 14" diagonal HD BrightView WLED-backlit (1366 x 768) Processor 6th Gen. Intel Core i3 6100U 2.30GHz 3MB Hard Drive 1 TB 5400 RPM SATA Ram 4 GB DDR3L-1600 SDRAM (1 x 4 GB) Graphics Intel® HD Graphics 520 Web Camera HD Web Camera Audio Dual speakers Card Reader Multi Cardreader Optical Drive Dual Layer DVD Writer Networking LAN, Wi-Fi, Bluetooth Operating system Free Dos Product Weight (Kg) 2.10Kg Warranty 01 Year international Warranty

Talk Doctor Online in Bissoy App

আমি ল্যপটপ কিনতে বারণ করবো কারণ আপনি যে কাজের কথাগুলো উল্লেখ করেছেন সেগুলির মতো ভারী কাজগুলি করলে ল্যাপটপ দুই বছরের মধ্যেই নষ্ট হয়ে যাবে । তাই ডেস্কটপ কেনো ।

আমি ৩ মাস আগে একটি ডেস্কটপ কিনেছি যেটি আমার ব্যবহৃত কম্পিউটার গুলির মধ্যে সেরা ।

কম্পিটার কনফিগারেশনের জন্য ব্যবহৃত হার্ডওয়্যার গুলি এবং ভারতে তার দাম

১.মনিটার ১৯" Samsung - ৬৩০০ টাকা

২.ইউপিএস-Iball Nirantar - ২০০০ টাকা

৩.কিবোর্ড+মাউস logitech-৮০০টাকা

৪.ক্যাবিনেট(SMPS যুক্ত) Iball-২০০০ টাকা

৫.প্রসেসর Intel i3 - ৮২০০ টাকা

৬.মাদারবোর্ড Gigabyte-৪০০০ টাকা

৭.র‍্যাম Asus 4GB-২০০০ টাকা

৮.হার্ডডিস্ক Toshiba 1TB-৪০০০টাকা

৯.ডিভিডি রাইটার LG-১০০০ টাকা

১০.সাউন্ড বক্স Iball 2.0 - ৬০০ টাকা

ব্যাস বাজেটের মধ্যে হয়ে গেলো পিসি যার আয়ু কমপক্ষে ১০ বছর

Talk Doctor Online in Bissoy App