গত ৯/২/১৭ মাসিক হয় কিন্তু এর আজ ১/৪/১৭ হয়ে গেল এখনও মাসিক হয় নাইই। অনেক বার প্রেগনেন্সি পরীক্ষা করিয়েছে ৭/১৪/১৫/১৯ দিন এর সময় প্রতিবার নেগেটিভ আসছে।  এটা কি প্রেগনেন্সির আওতায়। ২২/৩/১৭ মিলন এর পর বীর্য বাহিরেই পরে কিন্তু কিছুই বুঝতে পারছি না। দয়া করে ভাল সলিউশন দিন।


শেয়ার করুন বন্ধুর সাথে
Junait

Call

উন্নত মানের টেষ্ট কিট দিয়  সঠিক নিয়মে

এখন পুনরায় টেষ্ট করে দেখুন।

৩০+ টাকার একটি টেষ্ট কিট ফার্মেসির দোকান

থেকে কিনতে পারবেন আর নিয়মাবলী প্যাকেটের

গায়ে লেখা থাকবে।

আপনার বর্ণনার উপর ভিত্তি করে নিশ্চিত ভাবে

কিছু বলা সম্ভব হচ্ছে না।

যদি টেষ্ট কিটে এবারও নেগেটিভ  আসে তাহলে 

গাইনী ডাক্তারের পরামর্শ নিন। 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ