লটারির টাকা,

চা-পান বিক্রির টাকা,

রাস্তায় কুড়িয়ে পাওয়া টাকা,

যেটার মুল্য সেট করা নেই, সহজ কাস্টোমার পেয়ে বেশি টাকা হাতিয়ে নেয়া।

ব্যাংক যেই লভ্যাংশ দেয় সেই টাকা,

কোরআন পড়িয়ে অর্জিত টাকা।

এগুলার টাকা কি হালাল না হারাম? দলিল দিবেন 


শেয়ার করুন বন্ধুর সাথে

☞ লটারীর টাকা সম্পূর্ণ হারাম৷ 

পবিত্র কোরআনে তা করতে 

নিষেধ করা হয়েছে৷

☞ চা, পানের ব্যবসা হালাল 

তাই তার টাকাও হালাল৷

☞ রাস্তায় কুড়িয়ে টাকা  পেলে যদি তার মালিক

তালাশ করে না পাওয়া যায় তবে কোন মসজিদে 

হারানো ব্যক্তির নামে দান করে দিতে হবে৷

আর টাকার পরিমান বেশি হলে কয়েকদিন

 অপেক্ষা করতে হবে প্রয়োজনে মাইকিং করতে হবে৷

তার পরও পাওয়া না গেলে মসজিদে তার

 নামে দান করে দিন৷

☞ ব্যাংকের লভ্যাংশ অবশ্যই আপনি আনবেন৷

না আনলে গুনাহ গার হবেন, 

কারণ ঐসব টাকা মুসলমানদের বিরুদ্ধে ব্যবহার

করা হয়৷

কিন্তু ঐ টাকা আপনি নিজের কোন কাজে 

ব্যবহার করতে  পারবেন না৷

অন্য যে কোন সামাজিক উন্যয়ন মোলক

কাজে সোয়াবের নিয়ত ছাড়া ব্যবহার

করতে হবে৷

সাওয়াবের নিয়ত করলে গুনাগার হবেন৷

☞ কোরআন যদি বানান করে পড়ান 

তবে তার বিনিময় জায়েজ৷

তরজমা পড়ান তব তার বিনিময় জায়েজ৷

সব গুলা কথার দলিল আছে৷

চাইলে কিতাব দেখতে পারেন৷

হেদায়া, কোরআনের বিনিময় কি জায়েজ ?,

ইত্যাদী কিতাব দেখুন৷

ধন্যবাদ৷

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ