পিউটন নামে যে সিরাপটি এই কোম্পানী বাজারজাত করছেন তার গায়ের কার্যকরীতার সাথে ঔষধের কার্যকারীতার কোন মিল নেই। এই ঔষধটি খাওয়ার সাথে সাথে শরীর ফুলে উঠে এবং শরীরে গোটা দেখা দেয়। আবার কয়েকদিন পরেই শরীর শুকিয়ে যায়। এ ব্যাপারে সাফেনা মেডিকেল কলেজে আবাসিক মেডিকেল অফিসার ডা. মনোয়ারা বেগমের সাথে কথা বললে তিনি জানান এ সকল ঔষধে মূলত ডেক্সামেথাসন ব্যবহার করা হয়। যার কারণে শরীরের কোষ গুলোতে পানি জমে শরীর ফুলে উঠে আবার ঔষধের কার্যকারীতা শেষ হয়ে গেলে শরীরের কোষ গুলো শুকিয়ে যায়। যার কারণে পরবর্তীতে রোগীর এলার্জি, শ্বাশকষ্ট, কিডনী সমস্যা সহ অন্যান্য সমস্যা দেখা যায়। যা পরে এক সময় ক্যান্সারের মত রোগ ধারণ করতে পারে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Yakub Ali

Call

হ্যাঁ আপনি পিউটন খাওয়ার কারণে এমন

হচ্ছে, এটি অনুমোদন বিহীন ঔষধ, এগুলো সেবন করলে খাওয়ার  অতিরিক্ত রুচি বেড়ে যাবে ফলে বেশি খাওয়া হবে। তাই বেশি খাওয়া ফলে সাময়িক ভাবে শরীর মোটা দেখাবে। এর ফলে শরির ও লিভার কিডনির উপর চাপ পড়ে। এটি খাওয়া বন্ধ করলে আবার চিকন হয়ে যাবেন। তখন অরুচি খিটখিটে মেজাজ ঘুমের সমস্যা, বিষন্নতার মতো উপসর্গ দেখা দিবে খন রুচি বাড়ার ভিটামিন ও কাজ হবেনা এটি খেলে শরির মোটা থাকবে, খাওয়া বন্ধ করলে, স্বাভাবিক খাওয়ার রুচি ও চাহিদা কোন টাই থাকবেনা।

আপনি ভালো একজন মেডিসিন বিশেষজ্ঞ

ডাক্তারের পরামর্শ নিন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ