MethuParvez

Call

ভ্রুনের জন্মের ৬৩ দিনের বেশি হলে গর্ভপাত করলে প্রচন্ড ক্ষতি হয়, এমন কি পরবর্তিতে সন্তান ধারনের ক্ষমতাও হারাতে পারে।

আর তাই এদিক ওদিক না ভেবে সরাসরি সরকারী হাস্পাতালের গাইনো বিষেশজ্ঞের পরামর্শ নিন।

ধন্যবাদ!!!

Talk Doctor Online in Bissoy App

দুইবার যেহেতু টেস্ট করে ফলাফল পজেটিব এসেছে সেক্ষেত্রে গর্ভবতী হয়েছে প্রায় নিশ্চিত । তবু আরো নিশ্চিত হতে আলট্রাসনোগ্রাফি করতে পারেন কিছুদিন পর । আর যেহেতু এখন সন্তান নিতে চাচ্ছেন না তাই আলট্রা করার পরে যদি দেখেন গর্ভবতী , তবে গর্ভপাত করাতে হবে । এজন্য এমএম কিট ব্যবহার করতে পারেন । আর গর্ভপাত বাসা-বাড়িতে করার চেয়ে একজন বিশেষজ্ঞ ডাক্তারের অধীনে করলে বিপদের আশঙ্কা কম থাকে । বিঃদ্রঃ ইসলাম গর্ভপাতকে অনুত্‍সাহীত করে ।

Talk Doctor Online in Bissoy App
Jamiar

Call

ভাই যেহেতু মিলনের পর ইমার্জেন্সি পিল খাওয়াইছেন আর পিল খাওয়ার পর মাসিক হয়েছে সেক্ষেত্রে ওনি প্রেগন্যান্ট নয় ১০০% নিশ্চিত থাকুন।আর প্রেগন্যান্সি রেজাল্ট সঠিক নয়।অপেক্ষা করেন মাসিক হবে, মুলত ইমার্জেন্সি পিলের কারনে মাসিকে ঝামেলা হয় এছাড়াও নানান সমস্যা প্রভাব ফেলে। কাজেই অপেক্ষা করেন মাসিক হবে।

ধন্যবাদ। 

Talk Doctor Online in Bissoy App
Jamiar

Call

ভাই যেহেতু মিলনের পর ইমার্জেন্সি পিল খাওয়াইছেন আর পিল খাওয়ার পর মাসিক হয়েছে সেক্ষেত্রে ওনি প্রেগন্যান্ট নয় ১০০% নিশ্চিত থাকুন।আর প্রেগন্যান্সি রেজাল্ট সঠিক নয়।অপেক্ষা করেন মাসিক হবে, মুলত ইমার্জেন্সি পিলের কারনে মাসিকে ঝামেলা হয় এছাড়াও নানান সমস্যা প্রভাব ফেলে। কাজেই অপেক্ষা করেন মাসিক হবে।


ধন্যবাদ। 

Talk Doctor Online in Bissoy App
Jamiar

Call

ভাই যেহেতু মিলনের পর ইমার্জেন্সি পিল খাওয়াইছেন আর পিল খাওয়ার পর মাসিক হয়েছে সেক্ষেত্রে ওনি প্রেগন্যান্ট নয় ১০০% নিশ্চিত থাকুন।আর প্রেগন্যান্সি রেজাল্ট সঠিক নয়।অপেক্ষা করেন মাসিক হবে, মুলত ইমার্জেন্সি পিলের কারনে মাসিকে ঝামেলা হয় এছাড়াও নানান সমস্যা প্রভাব ফেলে। কাজেই অপেক্ষা করেন মাসিক হবে।


ধন্যবাদ। 

Talk Doctor Online in Bissoy App