মানুষ ঘন্টায় সাধারণত 4-6 কিঃমি বেগে হাটে । আপনার ক্ষেত্রে যদি বেগ মাঝামাঝি অর্থাত্‍ 5 কিঃমি ধরি তবে , 3600 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব 5000 মিটার 1 সেকেন্ডে অতিক্রান্ত 5000/3600 মিটার সুতরাং 3 মিনিট বা 180 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব 5000/3600*180=250 মিটার । . . অর্থাত্‍ রাস্তাটির দূরত্ব আনুমানিক 250 মিটার বা 0.25 কিলোমিটার ।

Talk Doctor Online in Bissoy App