আমার এক বন্ধুরর পায়ের নখে এই সমস্যা।যেটা ফটোতে
দেখতে পাচ্ছেন।
নখগুলো আধামড়া এবং প্রায় কালো হয়ে গেছে, অনেক
আগ থেকেই এই সমস্যা, ১০০% কার্যকরী উত্তর ছাড়া
কেউ গুগল কপি পেষ্ট মারবেন না কারন এর জন্য
অনেক প্রাথমিক ট্রিটমেন্ট করা হয়েছে, এখন কঠিন থেকে
কঠিনতর ট্রিটমেন্ট দরকার। উল্যেখ্য সে কোন কাদা মাটি 
ময়লা এসবের কাজ করেনা তাহলে এটা কেন হলো?
যতটুকু জানি যারা মাঠে এসব কাজ করে তাদের এই
সমস্যা হয়।
তাই দয়া করে অভিজ্ঞরা যুক্তিসংগত সমাধান দেখাবেন।image

শেয়ার করুন বন্ধুর সাথে

এটা ফাঙ্গাসের সমস্যা। এন্টি ফাঙ্গাল ক্রিম ও মুখে ফাঙ্গাস বিরোধী ঔষধ সেবনে এটা সেরে যাবে। তাছাড়া একজন চর্ম বিশেষজ্ঞের পরামর্শ নিলে ভালো হবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ