মেয়েটি যদি সাবালিকা বা তার বয়স ১৮ বছর বা তার বেশী

হয়ে থাকে তাহলে তার নিজের ইচ্ছায় আপনাকে বিয়ে

করতে পারবে। আর যদি তার কম হয় তাহলে মেয়েটি

আপনার পক্ষে থাকলেও আপনি বিপদে পড়বেন। 

আর মেয়েটি সাবালিকা হয়ে থাকলেও বিয়ের পরে আপনার

বিপক্ষে গেলে আপনি বিপদে পড়বেন। আর সে যদি

আপনার পক্ষে থাকে তাহলে আপনার কোনপ্রকার সমস্যা

হবেনা।

Talk Doctor Online in Bissoy App
akram3634

Call

মেয়েটির বয়স যদি ১৮ হয় তবে কোর্টে গিয়ে বিয়ে করতে পারেন। সে ক্ষেত্রে একটি হলফনামা করা হবে যাতে উল্লেখ থাকবে যে আপনারা দুজনের সম্মতি ক্রমেই বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছেন। এতে পরবর্তীতে মেয়েটি অস্বীকার করার উপায় নেয়। আর সবচেয়ে ভাল হয় এভাবে বিয়ে না করে ,যেকোন পদক্ষেপ অবলম্বন করে দুটি পরিবারের সম্মাতি ক্রমে এক করে বিবাহ করা।

Talk Doctor Online in Bissoy App