আমার বড় ভাইয়া আমার ভিসার কাজ ঢাকা এক ট্রাবলস এ কাজ করাইতেছে কিন্তু তারা এখন আমার ভাইয়া কে বলে যে আমি টেনিং এবং পিংগার দিলে সার্টিফিকেট দেরিতে দিবে
তাই তাদের কে ৩০০০ টাকা দিলে আমি টেনিং দেওয়াও লাগবেনা শুধু এক দিন যাই পিংগার টা দিলেই হবে 
তাহলে নাকি তারা সার্টিফিকেট লই দিবে।
কথাটা কি সত্যি? 

শেয়ার করুন বন্ধুর সাথে
Manik Raj

Call

প্রথমেই বলে রাখি আপনি ৩,০০০ হাজার টাকা দিবেননা,

দেওয়া থেকে বিরত থাকাটাই হবে বৃদ্ধিমানের পরিচয়।

ভর্তিদিনসহ মোট ৩ দিন প্রশিক্ষণ দিতে হয় এবং ৩ দিনের

সময়েই আপনি সার্টিফিকেট পাবেন।

যথা উদাহরণস্বরুপ, ট্রেনিং সেন্টারে শনিবার এবং

মঙ্গলবারের ভর্তির লোক নেওয়া হয়।

মনে করুন,আপনি শনিবারে ভর্তি হলেন

তাহলে আপনাকে শনিবার থেকে সোমবার পর্যন্ত

ট্রেনিং করতে হবে এবং সোমবারেই আপনি সার্টিফিকেট পেয়ে

যাবেন।

এই প্রশ্নটি করার জন্য আপনাকে ধন্যবাদ।

আরো কিছু জানার থাকলে মন্তব্য করবেন। 


ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ