শেয়ার করুন বন্ধুর সাথে
Manik Raj

Call

এক কথায় আপনার সমস্ত শরীরেই পরীক্ষা করবেন।

আপনি যখন মেডিকেল এ পরীক্ষা করাতে যাবেন

তখন বিশেষ করে আপনার কাছ থেকে বোতল দিয়ে

আপনার প্রসাব নিবে এবং আপনার রক্ত নিবে।

এরপর,আপাকে আপনার চোখের পাওয়ার কতটুকু আছে

সেটারও একটি পরীক্ষা নিবে।


সেটা হলো আপনাকে রুমে নিয়ে 

 মেডিকেলের কোনো এক ব্যক্তি  আপনার এক 

চোখ ধরে রাখবেন আরেক চোখ দিয়ে বলতে হবে।

একটি বোর্ডে কোনো সংখ্যা লিখবেন,

খুব তাড়াহুড়া না করে একটু সময় নিয়ে বলবেন।

কোনো ব্যাপার না।


সবকিছু নেওয়ার পর আপনার মেডিকেল করার পর

আপনাকে একটি স্লিপ দিবে।

ঐ স্লিপেই লেখা থাকবে আপনাকে কতদিন পর আপনার মেডিকেল তাঁরা দিবে।

মেডিকেল ফিট হয়েছে কিনা তিনদিন পর টেলিফোন

,মোবাইলে কল দিয়ে জানতে পারবেন।

ফিট হলে আপনার যখন মন চাই নিয়ে আসতে পারবেন।

যদি মেডিকেলের দেওয়া স্লিপে লেখা থাকে মেডিকেল ফিট

হলে ৫-৭ দিন পর পাবেন।


ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ