এমন কিছু বইয়ের নাম জানতে চাই যেগুলোতে শুধুমাত্র "কুরআন ও বিজ্ঞান" নিয়ে বিস্তারিত আলোচনা রয়েছে । বি:দ্র: আমার কাছে "বাইবেল কুরআন ও বিজ্ঞান" বইটি আছে । এটি ছাড়া অন্য বইয়ের নাম জানতে চাই । অবশ্য বাংলা ভার্সনে হতে হবে ।
শেয়ার করুন বন্ধুর সাথে

এ সম্পর্কে কাজী জাহান মিয়ার কয়েক খণ্ডে রচিত অসাধারণ একটি বই আছে। নাম 'আল কুরআন দ্য চ্যালেঞ্জ'।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
১. আলকোরআন বাইবেল ও বিজ্ঞান, ড. মুরিস বুকাইলী, ইসলামিয়া কুরআন মহল ৬৬. প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০

২. কোরআনে বিজ্ঞান, ডা. মুহাম্মদ গোলাম মোয়াযযাম, জ্ঞান বিতরণী।

৩. আধুনিক বিজ্ঞান আলকোরআন ও স্রষ্টার অস্তিত্ব, মুহাম্মদ আবুল হাসানাত, মঙ্গল প্রকাশনী

৪. আধুনিক প্রত্নতাত্ত্বিক বিজ্ঞান : প্রেক্ষিত আল-কুরআন, মোহাম্মদ রফিকুল ইসলাম, শিরীন পাবলিকেশন্স

৫. কুরআন বিজ্ঞান মুসলমান, ড. শাহম মুহাম্মদ আব্দুর রহীম, সোনালী সোপান প্রকাশনী

৬. ইসলাম ও বিজ্ঞান, হাকীমুল ইসলাম কারী মুহাম্মদ তৈয়ব রহ., বইঘর।

৭. আল-কুরআন এক মহাবিস্ময়, ড. মুরিস বুকাইলী, বাংলাদেশ ইসলামিক সেন্টার।

৮. আলকোরআন দ্য চ্যালেঞ্জ, কাজী জাহান মিয়া, মদীনা পাবলিকেশন্স।

৯. বিজ্ঞান না কোরআন, মুহাম্মদ নুরুল ইসলাম, মম প্রকাশ।

১০. আ-লকোরআনের দৃষ্টিতে মহাকাশ ও বিজ্ঞান, দেলাওয়ার হোসাই সাঈদী, গ্লোবাল পাবলিসিং নেটওয়ার্ক

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ