আমি স্ত্রী সহবাস করার পর কখন গোসল করব বুঝতে পারছিনা। আমার বিয়ে আর কিছুদিন পর। আমি রাত্রে স্ত্রী সহবাস করার পর গোসল না করা পর্যন্ত ফজরের নামাজ পড়তে পারব না।কিন্তু সমস্যা হল যে,আমি আর আমার স্ত্রী যদি রাতে গোসল করি তাহলে বিষয়টি বেশ লজ্জাজনক হয়ে যাবে। আমাদের যৌথ পরিবার। আমার বাবারা ৪ ভাইয়ের পরিবার থাকে একই বাড়িতে। অন্যদিকে আমি ফজরের নামাজ পড়তে চাই। কিন্তু আমি বুঝতেই পারছিনা গোসল কখন করব। ভেবেচিন্তে আমার প্রশ্নের উত্তর দেয়ার অনুরোধ রইলো।

শেয়ার করুন বন্ধুর সাথে

Call

এখানে লজ্জার কথা ভেবে নামাজ ত্যাগ উচিত নয়।

গোসলকরা কোন লজ্জার বিষয় নয়।

তাই আপনাকে নামাজ পড়তে হলে ফজরের আগেই গোসল

করতে হবে।

আপনার পরিবারের লোকের লজ্জার ভয়ে নামাজ ত্যাগ 

করবেননা।

তাই আপনি যথাসময় গোসল করুন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ