লিঙ্গ হতে বীর্য বের হওয়ার পূর্বে যে পানি বের হয় সেটার নাম মযী। মযী বের হলে শুধু অযু ভেঙ্গে যায়, এতে গোসল ফরয হয় না। (সহীহ বুখারী, হাদীস নং- ২৬৯)বীর্যপাতের সময় পরিধেয় কাপড়ে নাপাকী না লাগলে তা নাপাক হয় না। তা সম্পূর্ণ পবিত্র থাকে। তবে মজি কাপড়ে বা শরীরে লাগলে ধৈত করতে হবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ