এখানে আপনার দাদাকে বেশি মানবেন,যেহেতু আপনার বাবার বাবা,তবে মানতে হবে দুজনকেই আপনার গুরুজন, দুই জনই সম্মানিত। 

Talk Doctor Online in Bissoy App

অবশ্যই বাবা তবে দাদাও সম্মানিত .........

Talk Doctor Online in Bissoy App

আপনি দুই জনকেই সম্মান করবেন।বেশি করে দাদাকে।

Talk Doctor Online in Bissoy App
Call

বাবা এবং দাদা দু'জন ব্যাক্তির আদেশ মানাই আপনার জন্য উচিত। তারা আপনার গুরুজন, সম্মানি ব্যাক্তি। তবে যার আদেশ বেশি যুক্তিসম্মত, কল্যাণকর মনে করেন তার আদেশের প্রতি বেশি গুরুত্বদিন।

Talk Doctor Online in Bissoy App

আপনি সন্তান হিসেবে মা-বাবার সকল আদেশ মেনে চলবেন, তাদেরকে সম্মান করবেন, ভালোবাসবেন। আর নাতি বা নাতনী হিসেবে দাদা-দাদী, নানা-নানীর সকল আদেশ মেনে চলবেন, তাদেরকে সম্মান করবেন, ভালোবাসবেন। প্রত‍্যেকের দিক হতে প্রত‍্যেককে সর্বোচ্চ সম্মান করবেন, ভালোবাসবেন, আদেশ-নিষেধ মেনে চলবেন। আপনি সবার আদেশই সমানভাবে মানবেন। কারোরটা কম মানবেন, কারোরটা বেশি মানবেন, সেটা হবে না। বাবার আদেশ, দাদার আদেশ দুটোই সমানভাবে মানতে হবে, যাতে কেউই মনে আঘাত না পায়। তবে কেউ যদি আপনাকে কোনো অন‍্যায় আদেশ করে, সেটা কখনোই মানবেন না। বলবেন, আমি আল্লাহকে ভয় করি, কোনো অন‍্যায় আদেশ আমি মানতে পারবো না। আপনার বাবা যদি আপনার দাদার সাথে কখনো খারাপ আচরণ করে, আপনি আপনার বাবাকে প্রশ্ন করবেন, বাবা, তুমি যখন বৃদ্ধ হবে, তখন আমিও কী তোমার সাথে এমন আচরণ করবো, যেমনটি তুমি তোমার বাবার সাথে এখন করছো? প্রত‍্যেকের সাথে এমনভাবে আচরণ করতে হবে, যাতে প্রত‍্যেকেই আপনার জন‍্য দোয়া করে, আপনার উপর খুশি থাকে। ধন‍্যবাদ।

Talk Doctor Online in Bissoy App