রুট করার পর নির্দিষ্ট কোন এরকম কাজ নাই যেটা আপনাকে অবস্যই করতে হবে। তবে আমার মনেহয় রুট করার পর stock rom backup রাখার কাজটা অবস্যই করা ইচিৎ। কারন আপারা অনেক রুটের softwere ব্যাবহার করেন এদের মধ্য এরকম কিছু softwere আছে যা আপনার ডিভাসের জন্য উপযোগি না আপনি যখন সেই softwere দিয়ে কোন কাজ করতে যাবেন তখন আপনার ফোন অবশ্যই ব্রিক করবে তখন যদি stock rom backup না থাকে আপনার ফোন flash দেওয়া ছাড়া আর কোন উপয় থাকবেনা।

আমি একটা উদাহরন দেই যেমন ধরুন কিছু কিছু ডিভাইসে Chinfire 3D নামক softwer টা ব্যাবহার করে ভাল HD গেইম খেলছেন আবার অনেকের ফোনই ব্রিক করছে আমার নিজের ফোন ও ব্রিক করেছিল আমি তখন এই backup এর বিষয়ে তেমন কিছুই যানতাম না। কিন্তু দেখেন আমার মত যারা Chinfire 3D Use করতে গিয়ে ব্রিক খাইছেন তাদের ফোনে GL Tools আবার ভাল গাজ করছে…………

তাছাড়া আমার মত যারা root/system ঘেটে নতুন কিছু করার চেস্টা করেন তাদের যন্য stock rom backup রাখার প্রয়যন সবচেয়ে বেশি…………

তো চলুন শুরু করি………

যা যা লাগবেঃ


১) Rooted ফোন

২) আপনার ফোনের recovery.img file

৩) Mobileuncle Tools

অনেক recovery আছে

Twrm/CWM/COT/crt ইত্যাদি

তবে CWM recovery.img টাই ভাল

(আমি যতটুকু জানি)

Google Google এ search করে আপনার সেট এর

recovery.img

ফাইলটা ডাউনলোড করে নিন।

খুঁজে না পেল নিজেই বানিয়ে নিতে পারেন এখানে দেখুন।

কাজের ধারাঃ


১) এবার Recovery.img

ফাইলটি Sdcard এ রাখুন

(কোনো ফোল্ডারে রাখাবেন না)

২) এবার Mobile uncle tools apps টি install

করুন

এবং ওপেন করুন।

৩) superuser permison

চাইবে grant > click

৪) recovery update > click

৫) আপনার recovery.img দেখতে পাবেন

recovery.img > click

৬) Then press > ok

আপনার ফোন এখন recovery mode on হবে। মনে রাখবেন

এখানে আপনাকে volume বাটন দিয়ে select

করতে হবে এবং power বাটন

দিয়ে কাজ

করতে হবে।

৭)backup & restore > চাপুন

৮) backup > চাপুন

এখন কিছু সময় অপেক্ষা করুন,

(৫-১০) মিনিট লাগতে পারে।

কাজ হয়ে গেলে Reboot এর option

আসবে

১০) Reboot > চাপুন stock rom backup রাখার কাজ শেষ।

এখন আপনার ফোন on হবে।

এবং মেমোরি কার্ডে clockworkmod

নামে একটি folder পাবেন এটায়

আপনার

backup file

(500mb- 2 Gb হতে পারে)

তবে কোন apps install না করে backup

নিলে backup ফাইল ছোট হবে।

বিঃদ্রঃ মেমোরি কার্ডে পর্যাপ্ত

জায়গা রেখে, backup নিবেন।

এবং বেকাপ file টি সংরক্ষন

করে রাখবেন।

Talk Doctor Online in Bissoy App