শেয়ার করুন বন্ধুর সাথে

আমরা জানি, সময়ের সাথে অসম্বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে।ত্বরণ সাধারণত দুই প্রকার -১.সুষম ত্বরণ,২.অসম ত্বরন কোন বস্তুর বেগ যদি নির্দিষ্ট দিকে সবসময় একই হারে বাড়তে থাকে তাহলে সে ত্বরণকে সুষ্ম ত্বরণ বলে।। আবার কোন বস্তুর বেগ যদি নির্দিষ্ট দিকে একই হারে না বাড়ে অর্থ্যাৎ যিদি সমাম না থাকে তবে তাকে অসম ত্বরণ বলে।। অভিকর্ষ বলে প্রভাবে পড়ন্ত কোন বস্তুর ত্বরণ সুষম ত্বরণ কারণ তা প্রতি ভূপৃষ্ঠের দিকে সেকেন্ডে ৯.৮ m/s-১ হারে বাড়তে থাকে।। কিন্তু বৃত্তাকার বা আকাবাকা পথে কোন বস্তুর ত্বরণ একই হারে নির্দিষ্ট দিকে বৃদ্ধি পায় না বরং আকাবাকা বা বৃত্তাকার পথে কোন বস্তুর ত্বরণ বিভিন্ন দিকে বিভিন্ন হারে বৃদ্ধি পায় বা হ্রাস পায়।। সুতরাং বৃত্ততাকার বা আকবাকা পথে কোন বস্তুর ত্বরণ সুষম ত্বরণ হতে পারে না।।। যেহেতু বৃত্তাকার বা আকাবাকা পথে কোন বস্তুর বেগ একই হারে বৃদ্ধি পায় না অর্থ্যাৎ বেগ বৃদ্ধির হার সমান থাকে না তাই বৃত্তাকার বা আকাবাকা পথে কোন বস্তুর ত্বরণ কে অসম ত্বরণ বলা হয়।।। গাড়ি,সাইকেল,রিকশা আকাবাকা পথে চলে তাই এদের ত্বরণ অসম ত্বরণ।। আশা কঅরি উত্তর তা পেয়েছেন।।।।।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ