Unknown

Call

রিকভারি মনে না থাকলে একাউন্ট ফিরে পাওয়া কঠিন। 

আপনি GMail.com -এ যান >> আপনার ইমেইল এড্রেস প্রবেশ করান >> Next >> এবার Sign in বাটনের নিচে Forgot password এ ক্লিক করুন >> আপনার সর্বশেষ মনে থাকা পাসওয়ার্ডটি দিন, না জানলে Try a different question এ ক্লিক করুন >> Send a prompt এই বাটনে ক্লিক করুন >> আপনার যে ফোনে লগইন আছে সেখানে একটি পপ আপ আসবে, Yes চাপুন (এর জন্য উক্ত ফোনে ডাটা কানেকশন চালু থাকতে হবে এবং প্লে সার্ভিস লেটেস্ট ভার্সনের হতে হবে) >> এবার ব্রাউজার অটোমেটিক পাসওয়ার্ড চেঞ্জিং পেজে রিডাইরেক্ট হবে, নতুন পাসওয়ার্ড সেটআপ করে নিন।

 Try a different question এ ক্লিক করলে যদি Send a prompt এই অপশন না সে তাহলে আপনার রিকভারি ইমেইলের প্রথম কয়েকটি অক্ষর বা ফোন নাম্বারের শেষ দু'টি সংখ্যা দেখাবে, আশা করি এটি দেখে আপনার রিকভারি ইমেইল/ফোন নাম্বার মনে পড়বে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ