রাতে মেমোরি টা ভালো দেখালাম সকালে উঠে দেখি মেমিরি Show করছে না তার পর শুনলাম মেমোরি কার্ড ডেমেজ হয়ে গেছে LED তে লাগাইছিলাম তর পর দেখি LED ও Slow করছে এখন কি ভাবে ঠিক করবো
শেয়ার করুন বন্ধুর সাথে
Call

আপনি মেমুরি কার্ডটা কম্পিউটারে ঢুকে ফাইলগুলি রেখে তারপর ফরমেট দেন। তাহলে ঠিক হতেও পারে। কিন্তু মেমুরি একবার ডেমেজ হয়ে গেলে ঠিক হলেও বেশিদিন ব্যবহার করা যায় না। আর মোবাইল ফোনে আঘাত হলে,হাত থেকে পরে গেলে, মেমুরি হঠাৎ খুলে ফেললে মেমুরি ডেমেজ বেশি হয় তাই ঐ বিষয়ে সতর্ক থাকা উচিত।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

মাঝে মধ্যে আমাদের

Memory , Pendrive or any other

usb সংক্রান্ত যন্ত্রপাতি নষ্ট

হয়ে যায়.... অর্থাৎ সেগুলা আর use

করা যায় নাহ...

কিভাবে বুঝবেন:: যেমন:: PC তে

ঢোকালে format চায় but, format

হয় নাহ... লিখা আসে যে "windows

was unable to format this usb

dribe"... তাইলে

বুঝবেন যে, আপনার সাধের

memory or pendrive টি corrupt

হয়ে গেছে....

তাইলে চলুন শুরু করা যাক

operation::

১) প্রথমে usb drive টি PC তে

ঢুকান,

২) CMD open করেন... (start menu

তে cmd লিখে search দেন or run

এ cmd লিখে ok করেন, তাইলেই

CMD open হয়ে যাবে)

৩) এইবার cmd তে লিখেন

"diskpart" এবং enter চাপেন

{(মাঝখানে space হবে না),

(administrator permission চাইলে

দিয়ে দেন)}

৪) এরপর লিখেন "list<space>disk"

এবং enter চাপেন (মাঝখানে space

দিবেন)

এখন আপনার HDD এবং usb drive

টা list আঁকারে দেখতে পাবেন... disk

1 হচ্ছে আপনার HDD আর disk 1

হচ্ছে আপনার usb drive।।

৫) এইবার লিখেন "select<space

>disk<space>1 এবং enter চাপেন

(আপনার usb drive যত নাম্বারে

disk এর পর সেই নাম্বারটা দিবেন)

৬) "clean" লিখে enter চাপেন...

৭) এখন

"create<space>partion<space>primary"

লিখে enter চাপেন...

৮) এখন লিখেন "active" এবং enter

চাপেন....

আপনার কাজ শেষ, এইবার usb

drive টা format দেন দেখবেন কাজ

হইছে....

যদি বোঝতে অসুবিধা হয় তাইলে

এই video টা দেখতে পারেন:: how

to repair damaged sd card in

bangla

আর যদি না হয় তাইলে sorry for

you, কারণ আপনার usb drive টা

compant কর্তৃক recycle off করে

দেয়া হইছে ...

যেহেতু, যে কোন usv drive এর

নির্দিষ্ট একটা আয়ুকাল আছে এবং

ঐ সময় পর usb drive টা ব্যবহারের

অনুপযোগী হয়ে যায়.. সেহেতু, এই

পদ্ধতি

অনুসরণ করে আমরা usb drive টা

recycle করব মাত্র...

so, বিভিন্ন company আছে(ভাল

brand) যারা recycling proof করে

দেয়... তাই, যাদেরটা ঠিক হবে না

unfortunately তারা আর ঠিক

করতে পারবেন

না।।।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
দুঃখিত, আপনার মেমোরিটি আর ঠিক করা যাবেনা। মেমোরি যে কোন সময় নষ্ট হতে পারে এই কথাটি মাথায় রাখুন। অতি প্রয়োজনীয় কোন ফাইল মেমোরি কার্ড বা ফোন মেমোরিতে রাখবেন না। কারণ এই দুই ধরণের মেমোরিই নষ্ট হতে পারে, চুরি হতে পারে বা হারিয়ে যেতে পারে। আর একটি কথা, মেমোরি একবার নষ্ট হলে সেটি আর ঠিক করা যায়না। 
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ