sorry ভাইয়া আপনার এই মেমোরি কার্ড টা আপনি ফিরিয়ে নাও পেতে পারেন।কারণ আমারো একটি মেমোরি কার্ড ছিলো যার অবস্থা হয়েছিলো আপনার টার মতো।দীর্ঘ দিন ধরে ফরমেট না দেওয়ায় এবং Bluetooth দিয়ে সব কিছু share করার কারনে অথবা কোনো কিছু sharing অবস্থায় ফোন বন্ধ হয়ে গেলে এ রকম টা হয়ে থাকে।আমার মেমরিতেও অনেক তথ্য ছিলো কিন্তু সব হারিয়ে ফেলেছি।আপনার মতো আমার টাতেও দেখাতো sd card blank /sd card unsupported.শেষে ফরমেট দেই কিন্তু তবুও হয়না।তবে আমার মতে আপনার উচিত মেমোরি টাকে ফরমেট দেওয়া যদি মেমোরি টাকে বাঁচাতে চান।এর আগে একটি কাজ করতে পারেন card reader এ মেমোরি টা ঢুকিয়ে Laptop এ লাগাবেন যদি লাইন পায় তাহলে সব কিছু copy করে মেমোরি টা ফরমেট দিবেন।যদি কাজ হয়ে যায় তাহলে আপনার ভাগ্য ভালো।কারন আমার সেই মেমোরি টার জন্য অনেক পরিশ্রম করেছি কিন্তু সব পরিশ্রম বৃথা হয়েছে।

Talk Doctor Online in Bissoy App