ভাই লালনের গান বুঝতে গেলে একজন সত্‍ গুরুর নিকট  যায়তে পারেন।লালনফকির এর  গুরু ছিলেন দরবেশ সিরাজ সাই। আর বুঝতে পারেন আপনার হৃদয় দিয়ে। কিছু কিছু গান নিজের মন ও হৃদয় দিয়ে অনুধাবন করলে  অনেকাংশ বুঝা যায়।উদাহরণ হিসবে বলা  যায় লালনফকির তার একটি  গানে বলেছেন ,,,,বাড়ীর পাশে আড়শি নগর সেথায় এক পড়শি বসত করে,,,একঘর পড়শি বসত করে আমি একদিনও না দেখিলাম তারে।।।আল্লাহ প্রতিটি মানুষের সাথে আছেন, আমার সঙ্গে আছন আপনার সঙ্গে আসেন আল্লাহ সব জায়গায় আছেন। মানুষ যখন সকল জীব থেকে সেরা জীব। তাই আল্লাহ থাকলে মানুষের সাথে আছেন কারন মানুষ সকল জীব থেকে মানবশ্রেষ্ঠ। আপনার কাছে আল্লাহ আছে অথচ আপনি একদিন ও তাকে দেখলেন না।পড়শি বসত করে মানে আল্লাহ বসত করে। কি বলব পড়শিরও কথা  হস্ত পদস্ত তন্দ্রমাথ নাইরে। ক্ষনেক থাকে শুন্যর উপর ক্ষনেক ভাসে নীরে আমি একদিন ও,, না দেখিলাম তারে। আমাদের জন্য বলেছেন লালনফকির যেন আমরা বুঝি,,,,,,, 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ