=যেমনি বুনো ওল ,তেমনি বাঘা তেতুল । =গাঁয়ে মানে না আপনি মোড়ল =বহু সন্নাসীতে গাজন নষ্ট । =চুরে চুরে মাসতুতো ভাই । =যত গর্জে তত বর্ষে না । =ন্যাড়া একবারই বেলতলায় যায় ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
  • সোজা আঙ্গুলে ঘি ওঠে না। 
  • আপন গাঁয়ে কুকুর রাজা। 
  • যতক্ষণ শ্বাস, ততকক্ষণ আঁশ। 
  • বোকার কাছে টাকা থাকে না। 
  • ভাত ছড়ালে কাকের অভাব হয় না
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

"ছাগল দিয়ে কখনও হালচাষ করা যায় না"

"ব্যাঙের আবার সর্দিকাশি"

"এক মাঘে সীত যায় না"

"আয় বুঝে ব্যায় কর"

"ঘেউ ঘেউ করা কুকুর কদাচিৎ কামড়ায়"

" গাধা দিয়ে কখনও ঘোড়া দৌড় হয়না"।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
shohel11

Call
ফকিন্নির পোলার নাম মিয়াঁ খাঁ
সাইকেল দৌড়াইয়া আগতে যা।

গিরস্থে কয় যাগা নাই
ফকিন্নি কয় কোন ঘড় আমার।

হইছে পোলায় বাপ কয় না
আর হইবো পোলায় বাপ কৈবো।
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call





➫ নাচতে না জানলে উঠান বাঁকা ।

➫গাছের দশটা থেকে পাতের একটাই ভাল ।

➫ ন্যাড়া একবারই বেলতলায় যায়।/ঘরপোড়া গরুসিঁদুরে মেঘ দেখলে ভয় পায় ।

➫ কই মাছের প্রাণ শক্ত বড়।

➫ ধরি মাছ না ছুঁই পানি।

➫ ডুবন্ত মানুষ খড়কুটো পেলেও আঁকড়ে 

ধরে ।

➫ অল্প বিদ্যা ভয়ংকরী।

➫ সময়ের এক ফোঁড়,অসময়ের দশ ফোঁড়।

➫ ফলেই পরিচয়।

➫দুর্ভাগ্যই অনেক স্থানে সৌভাগ্যের মূল।

➫ দুঃখের পর সুখ আসে।

➫ চোর পালালে বুদ্ধি বাড়ে।

➫ নুন আনতে পান্তা ফুরায় ।

➫ যত হাসি,তত কান্না।

➫ অতি লোভে তাঁতি নষ্ট ।

➫ নানা মুনির নানা মত ।

➫ নিজের জিনিস সকলেই ভাল দেখে।

➫ চক্ চক্ করলেই সোনা হয় না ।

➫ শেষ ভাল যার,সব ভাল তার।

➫ যেমনি বুনো ওল,তেমনি বাঘা তেঁতুল।/যেমনকুকুর,তেমন মুগুর ।

➫ যেমন কর্ম,তেমন ফল ।

➫ মাথা নেই,তার মাথা ব্যথা!

➫ যত গর্জে,তত বর্ষে না ।

➫ বিয়ে করতে কড়ি আর ঘর বাঁধতে ছড়ি।

➫ ন্যাংটার নেই বাটপারের ভয়।

➫ ভিক্ষার চাল কাঁড়া আর আঁকাড়া।

➫ কুসঙ্গে থাকার চেয়ে একা থাকা ভাল।

➫ দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল ভাল।

➫ চোরে চোরে মাসতুতো ভাই।

➫ কয়লা ধুলেও ময়লা যায় না ।

➫ আকাশ কুসুম রচনা করা।

➫ স্পষ্টাস্পষ্টি কথা বলা।

➫ তেলে মাথায় তেল দেওয়া।

➫ উলু বনে মুক্তা ছড়ানো।

➫ আগে ঘর,তবে তো পর ।

➫ সস্তার তিন অবস্থা।

➫ উঠন্তি মুলো পত্তনেই চেনা যায়।

➫ নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ করা।

➫ আয় বুঝে ব্যয় কর।

➫ চোরে না শুনে ধর্মের কাহিনী।

➫ পরিশ্রমই সৌভাগ্যের মূল ।

➫ পরিশ্রমই সৌভাগ্যের প্রসূতি।

➫ মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন।

➫ শূন্য কলসী বাজে বেশি।

➫ অসারের তর্জন গর্জনই সার।/শূন্য কলসী বাজে বেশি।

➫ চাচা আপন প্রাণ বাঁচা।

➫ ভাগের মা গঙ্গায় পায় না।

➫ উপদেশের চেয়ে দৃষ্টান্ত ভাল ।

➫ বেশি মাখামাখি করলে মান থাকে না।

➫ যাকে দেখতে নারি , তার চলন বাঁকা।

➫ মিষ্টি কথায় চিড়ে ভিজে না।

➫ হাতি ঘোড়া গেল তল,পিঁপড়া বলে কত জল।/বিজ্ঞ যেথা ভয় পায়,অজ্ঞ সেথা আগে ধায়।

➫ লাই দিলে কুকুর মাথায় ওঠে।/বসতে পেলে শুতে চায়।
➫ পেটে খেলে পিঠে সয়।

➫ প্রভু  তাদেরই সাহায্য করেন যারা নিজেদেরকে সাহায্য করে ।

➫স্বাবলম্বী লোকদের প্রভু সাহায্য করেন।

➫ চেনা বামুনের পৈতা লাগে না।

➫ আঙ্গুর ফল টক / 

পেলে না তাই খেলে না।

➫ অতি লোভে তাঁতী নষ্ট।/লোভে পাপ,পাপে মৃত্যু।

➫ ফ্যান দিয়ে ভাত খায়,গল্পে মারে দই।

➫ সুন্দর তাই,যা সুন্দররা করে।

➫ পরের মন্দ করতে গেলে নিজের মন্দ আগে ফলে।/পরের জন্য খাল কাটতে গেলে সেই খালে নিজেকেই আগে পড়তে হয়।

➫ ভয় করলে ভয় আপনি এসে পড়ে।

➫ আপনি শুতে ঠাঁই পায় না,শঙ্করাকে ডাকে।

➫ আকাশের দিকে থুথু ফেললে আপনার গায়েই লাগে।

➫ সততাই সর্বোৎকৃষ্ট পন্থা।

➫ ক্ষুধা পেলে বাঘে ধান খায়।

➫ খিদে থাকলে আলুনিও রোচে ।

➫ পাপের ধন প্রায়শ্চিত্তে যায় ।

➫ কুঁড়ের অন্ন হয় না।

➫ অনভ্যাসের ফোঁটা কপালে চড়চড় করে।

➫ এক হাতে তালি বাজে না।

➫ যাকে রাখ,সেই রাখে।

➫ ইল্লোত যায় না ধুলে,স্বভাব যায় না মলে।

➫ গতস্য শোচনা নাস্তি ।

➫ যেমনি বাপ,তেমনি বেটা।/বাপকা বেটা, সিপাইকা ঘোড়া।

➫ ভাবিয়া করিও কাজ ।/দেখেশুনে পা বাড়াও।

➫ তিলকে তাল করা।

➫ ঝোপ বুঝে কোপ মার।

➫ মানুষ ভাবে এক,হয় আরেক।

➫ রাই কুড়াতে কুড়াতে বেল হয়।

➫ বিন্দু বিন্দু জলে সিন্ধু হয়।

➫ যত মানুষ,তত মত ।

➫ জোর যার,মুলুক তার।

➫ বিপদ কখনো একা আসে না।

➫ প্রয়োজনই আবিস্কারের প্রসূতি।

➫ আতুরে নিয়ম নাস্তি।/প্রবাসে নিয়মে নাস্তি।/প্রয়োজন কোন আইন মানে না।

➫ কারো পৌষমাস,কারো সর্বনাশ।

➫ কষ্ট না করলে কেষ্ট মেলে না ।

➫ কিছু রটে তো কিছু বটে।

➫ অবলার মুখই বল।

➫ সফল হলে লোকে সফল বলে ।

➫ সে রামও নেই,সে রাজত্বও নেই ।

➫ আপন চরকায় তেল দাও ।

➫ যার ধন তার ধন নয়,অন্যে খায় দই।/ডিম পাড়ে হাঁসে,খায় বাঘ ডাশে।

➫ উদোর পিন্ডি বুধোর ঘাড়ে।

➫ এক মাঘে শীত যায় না।

➫নামমাত্র প্রমাণে সত্য নির্ণয় নির্বোধের কাজ ।

➫ কাঁটা দিয়ে কাঁটা তোলা।

➫ অন্তরঙ্গ বন্ধুদ্বয়।

➫ বজ্র আঁটুনি ফস্কা গেরো।

➫ ঘষতে ঘষতেই ধার ওঠে।/গাইতে গাইতে গায়েন।

➫ অতি দর্পে হত লঙ্কা।/অহংকার পতনের মূল।

➫ রোম সাম্রাজ্য একদিনে তৈরি হয় নি।/বড় কাজ এক নিমেষে হয় না ।

➫ বল্ বল্ বাহু বল্।

➫ অল্প বিদ্যা ভয়ঙ্করী।

➫ কারো পৌষমাস,কারো সর্বনাশ।

➫ নাই মামার চেয়ে কানা মামা ভাল।

➫ আয় বুঝে ব্যয় কর।

➫ ঝোপ বুঝে কোপ মার।

➫ উঠতি মূলো পত্তনেই চেনা যায় ।

➫ আলোর নিচেই অন্ধকার।/প্রদীপের নিচে আঁধার।

➫ মরা হাতির দাম লাখ টাকা।/হাতি বাঁচলেও লাখ টাকা,মরলেও লাখ টাকা।

➫ না আঁচলে বিশ্বাস নেই ।

➫ যেমন কর্ম,তেমন ফল।/ইটটি মারলে পাটকেলটি খেতে হয়।

➫ আগুনে ঘৃতাহুতি দেওয়া।/এমনিই ছাই,তার উপরে বাতাস।

➫ সাবধানের মার নেই।

➫ এক মুখে দুই কথা।

➫ মশা মারতে কামান দাগা।

➫ উলুবনে মুক্তা ছড়ানো।

➫ কালনেমির লঙ্কা ভাগ। (গাছে কাঁঠাল,গোঁফে তেল।)

➫ মানুষ মাত্রই ভুল করে।

➫ তিলকে তাল করা ।

➫ কিল খেয়ে কিল চুরি করা।

➫ মরার উপর খাঁড়ার ঘা।

➫ কাঁটা দিয়ে কাঁটা তোলা।

➫ একের ধন কেড়ে অপরকে দান করা ।

➫ গাছে কাঁঠাল,গোঁফে তেল।

➫ হাটে হাড়ি ভাঙ্গা।

➫ অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট ।

➫ অতি ভক্তি চোরের লক্ষণ ।

➫ একতাই বল ।

➫ অপচয় করো না,অভাবও হবে না ।

➫ সাত মণ তেলও পুড়বে না,রাধাও নাচবে না।

➫ বামুন গেল তো লাঙ্গল তুলে ধর।

➫ ইচ্ছা থাকলে উপায় হয়।

➫ যম্মিন দেশে যদাচার।

➫ যতক্ষণ শ্বাস,ততক্ষণ আশ ।

➫ মেও ধরে কে?/বিড়ালের গলায় ঘণ্টা বাঁধবে কে?

➫ শুধু কথায় পেট ভরে না।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ