আমার কাছে HTC626 মোবাইল আছে। আমি আজ ১ মাস আগে আমার মোবাইলে অজান্তে একটি app ইন্টারনেট থেকে ডাউনলোড করে ইন্সটল করি এক বন্ধুর কথায়।সেটার কাজ ছিল আমার মোবাইলের সকল ব্যবহার আরেকটি মোবাইল থেকে দেখা যাবে।কিন্তু আমি বুঝতে পাড়িনি আমার মোবাইলের টা সে দেখার জন্য আমাকে এই app টা ডাউনলোড করতে বললো।কিছুদিন পর সে আমাকে মোবাইল করে বলে আপনার মোবাইলে এখন চারজ 67% আছে।আমি লাইন কেটে আমার মোবাইলে দেখি ঠিক 67% চারজ আছে।আমি সাথে সাথে মোবাইলের app টা রিমভ করার জন্য দেখছি কিন্তু app টা হাইড হয়ে আছে।দেখতে পাচ্ছি app  টা আছে ইনিস্টল হয়ে আছে কিন্তু আনইনিস্টল করার কোন বুদ্ধি পাচ্ছিনা সেখানে কোন সিস্টেম নেই।আমি আপাতত ১৩ দিন মোবাইলে রিস্টার্ট দিতে পারছিনা জরুরী কিছু কাজে। এখন আমি সাহায্য আবেদন করছি কি করলে আমি সেই হাইড app আনইন্সটল করতে পারব।

জানালে খুব উপকার হবে মহোদয়।। 


Share with your friends
Call

যদি সত্যিই এইরকম এপস ইন্সটল করা থাকে তাহলে আপনি এই এপসটা Setting→ Apps এইখানে গিয়ে এপসটা খুঁজেন তাহলে আপনি ঐ হাইড করা এপসটা পেয়ে যাবেন। আর ঐ এপসে ক্লিক করে এপস ইন্ফো থেকে এপসটা আনইন্সটল করে দিলেই হবে। আর আপনার অপরিচিত এপসটাই হলো ঐ এপস। তাহলেই আপনার তথ্য আর জানতে পারবে না কেউ।

Talk Doctor Online in Bissoy App