windows 7 a hide kora file/folder unhide korbo kebabe?? 


শেয়ার করুন বন্ধুর সাথে

প্রথমে যেকোন একটি ফোল্ডার ওপেন করুন। 

তারপর View তে ক্লিক করুন।

তারপর,  "Show hiden files, folder and drives"

এ ক্লিক করে apply এবং Ok  দিয়ে বেরিয়ে আসুন। তারপর দেখুন হাইড করা ফাইল গুলো দেখা যাচ্ছে।

বুঝতে কষ্ট হলে, নিচের ছবিটি দেখুন

image

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Junait

Call

প্রথমেই নিচের মতো করে অপশনটি চালু করুন...

কম্পিউটারের যে কোন ফোল্ডারে প্রবেশ করুন, Organize

তে ক্লিক করুন.

image

অতঃপর অনেক গুলো অপশন পাবেন নিচের মার্ক করা

ফোল্ডারে ক্লিক করবেন।

image

.তাহলে নিচের মতো আসবে...

image

এখন View তে ক্লিক করে নিচের মতো অপশন গুলো

সেটিং করুন..

image

এতে আপনার সকল হাইড করা ফোল্ডার ফাইল দৃশ্যমান হবে

এখন যে ফোল্ডার বা ফাইলটি আনহাইড ছিলো সেই

ফোল্ডার/ফাইলের উপর ডান মাউস ক্লিক করে 

Properties তে ক্লিক করুন তাহলে নিচের মতো আসবে

এখন Hide অপশন এর চিহ্নটি তুলে দিন

image

এভাবে আপনি হাউড করা ফোল্ডার/ফাইল আন হাউড

 করতে পারবেন। করা শেষ

হলে পুনরায় প্রথমের মতো View অপশনে যেয়ে নিচের

মতো সেটিং করে দিবেন

image

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ