Md Ashif

Call
কফের সাথে রক্ত যাওয়া নিজে কোন রোগ নয় 
। এটি বেশ কয়েকটি রোগের একটি উপসর্গ মাত্র 
। ব্রঙ্কাইটিস নামের শ্বাসনালীর সাধারন ইনফেকশন
 থেকে শুরু করে নিউমোনিয়া, যক্ষা, 
ব্রন্কিয়েকটেসিসএমনকি ক্যান্সারও হতে পারে এর কারণ । তবে চল্লিশের কম বয়সী অধুমপায়ী ব্যাক্তির 
ক্যান্সারের সম্ভবনা নাই বললেই চলে । যাদের সিওপিডি বা ক্রনিক ব্রংকাইটিস 
আছে তাদের ঘন ঘন সংক্রমনের কারনে 
প্রায়শঃই কফের সাথে রক্ত যেতে পারে ।আমাদের দেশের প্রেক্ষিতে হিমোপটাইসিস 
ফুসফুসের টিবি বা যক্ষা রোগের বিশেষ সতর্ক 
সংকেত । বিশেষ করে সাথে ক্ষুধামন্দা, জ্বর, ওজন কমে যাওয়া ইত্যাদি থাকলে কফে যক্ষার জীবানু 
পরীক্ষার জন্য স্বাস্হ্যকেন্দ্রে যাওয়া উচিত ।যত দোষ নয় ফুসফুস------------------------হিমোপটাইসিস মানেই যে রোগটা শুধুমাত্র ফুসফুসে- তা কিন্তু নয় । হার্টের ভাল্বের রোগ বিশেষ করে মাইট্রাল
 ষ্টেনোসিসে (Mitral Stenosis) এটি হতে পারে । রক্তের কিছু রোগ, হেপারিন-ওয়ারফেরিন জাতীয় ঔষধের কারনেও 
কফের সাথে রক্ত যেতে পারে ।পরিমান দেখে যায়না বলা--------------------------------রক্ত বেশী গেলেই তা সিরিয়াস রোগের লক্ষন- ব্যাপারটি তা নয় । কফে রক্তের পরিমান দেখে অন্তর্গত রোগটি কতটা মারাত্মক তা নিয়ে ধারণা করা যায়না । সামান্য সংক্রমনেও অনেক রক্ত যেতে পারে, আবার ক্যান্সারেও কফে রক্তের পরিমান হতে পারে অত্যল্প । কখনো কখনো মোটামুটি পরিমানের রক্তও শ্বাসনালীতে জমাট বেধে মৃত্যর কারন হতে পারে । অতিমাত্রায় রক্ত গেলে হাসপাতালে ভর্তি করে রক্ত দেবার প্রয়োজন পড়ে । এ ক্ষেত্রে কখনোবা জরুরী ভিত্তিতে ব্রন্কোসকোপী পরীক্ষার মাধ্যমে রক্তক্ষরনের উৎস সন্ধান হয়ে উঠে দরকারী । তাই কফে রক্তের পরিমান যাই হোক- চিকিৎসকের পরামর্শ নেয়াটা আবশ্যক ।আতঙ্ক নয়-------------বেশীর ভাগ ক্ষেত্রেই ফুসফুসের সাধারন সংক্রমন হিমোপটাইসিসের মূল কারন । আর ধূমপায়ীদের এমনটি হয় সবচেয়ে বেশী । এক্ষেত্রে যথাযথ এন্টিবায়োটিকই এর দাওয়াই। আতন্কিত হবার কিছু নেই । তবে তার আগে ডাক্তারের পরামর্শে পরীক্ষানিরীক্ষাকরে নিশ্চিত হতে হবে কফের সাথে কেন রক্ত যাচ্ছে।
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ