শেয়ার করুন বন্ধুর সাথে

স্যার আইজ্যাক নিউন ১৬৪২ সালের ২৫শে ডিসেম্বর ইংল্যান্ডে জন্মগ্রহণ করেন।নিউটন পড়াশুনা করেন ট্রাইনিটি কলেজে এবং ক্রেমব্রিজে।তিনি তাঁর কাজগুলা বিখ্যাত দুটি বইয়ে লেখেন।এদের একটি হল প্রন্সিপাইয়া।তিনি তাঁর মহাকর্ষ সূত্রের কারণে পদার্থবিজ্ঞানের শ্রেষ্ঠ বিজ্ঞানী খেতাব পান।তাঁর লিখিত দুটি বই প্রকাশিত হওয়ার পর এবং সূত্রাবলি প্রমাণিত হওয়ার পর তাঁকে পর্দাথবিজ্ঞানের জনক বলে ঘোষণা দেয়া হয়।এই মহানবিজ্ঞানী ১৭২৭ সালের ২০শে মার্চ লন্ডনে মারা যান।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ