সর্দি কাশির ঘরোয়া চিকিৎসা:- বাসকপাতা ৪ গ্রাম, তুলসিপাতা ৪ গ্রাম, আদা ৪ গ্রাম, তেজপাতা ৩ গ্রাম, পিপুল ৩ গ্রাম এবং বচ ৩ গ্রাম একত্রে ৩ কাপ পানিতে সেদ্ধ করে এক কাপ হলে নামাতে হবে| ঐ পানি উষ্ঞ অবস্থায় চায়ের মতো খেতে হবে রোজ দুবার করে অন্তত ৫ দিন| পাশাপাশি পুষ্টিকর খাবার খেতে হবে| টক জাতীয় খাবার খাওয়া যাবে না|

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

এই সমস্যাটা আমারো ছিল। বহু ডাক্তার দেখিয়েছিলাম, একেকজন একেক ভাবে চিকিৎসা করেছে। লাভ হয়নি। পরে ডাঃ প্রান গোপাল দত্ত সাহেবের অল্প চিকিৎসায় এখন ভাল আছি। যদিও উনার সিরিয়াল পাওয়া খুব কষ্টকর। তার পরেও চেষ্টা করে দেখতে পারেন। উনি গ্রীন রোডের গ্রীন লাইফ হসপিটালে বসেন। 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ