এক জন দক্ষ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হতে হলে কোন কোন কাজ গুলো জানা প্রোয়জন?বিষেশ করে ইলেট্রিক্যাল এর কাজ এবং আন্য গুলোও বলবেন।?
শেয়ার করুন বন্ধুর সাথে

জন দক্ষ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হতে হলে

প্রথমত আপনাকে ওয়ারিং এর লে-আউট বা নকশা তৈরিতে ভাল দক্ষতা থাকতে হবে । 

এবং নকশা অনুযায়ী তার ও পাওয়ার এর হিসেব নিখুত ভাবে করতে জানতে হবে ।

বিভিন্ন মেশিন বা যন্ত্রপাতির সঠিক সংযোগ ও ব্যবহার জানা থাকতে হবে । 

স্টার ও ডেল্টা সংযোগ এবং স্টার থেকে  ডেল্টা ,  ডেল্টা থেকে স্টার সম্পর্কে ভাল ধারনা থাকতে হবে ।

পাওয়ার , এবং বিভিন্ন লোড সম্পর্কে ভাল ধারনা থাকতে হবে ।


আর ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে আপনার মধ্যে যথাযথ স্মার্টনেস , ভদ্রতা , ও সততা থাকা প্রয়জন ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ