ভাই কপি ত কপিই অন্যের জিনিস চুরি করা অাপনি নিশ্চয়ই জানেন মার্কেটে অরজিনাল স্যামসাং এস ৭ এর দাম কত টাকা আর আপনি বলছেন কপি সেটের দাম মাত্র ৫৮০০ টাকা একবার ভাবুনত অরজিনাল টার দাম যদি মনে করেন ৫০০০০ টাকা আর এটার দাম মাত্র ৫৮০০ টাকা তার মানে রাতদিন তপাত আর এগুলো অনলাইনে বিক্রি হয় যদি অাপনি একবার অর্ডার করে আনিয়ে নেন তারপর এটা ভাল না খারাপ শুধু আপনিই জানবেন ওদেরকে কে আর খুঁজে পাবেন না তাই অনলাইনে এরকম ইলেক্টনিক্স জিনিস না কেনাই ভাল তার চেয়ে বরং আপনি এই টাকা দিয়ে মার্কেট থেকে ভাল উন্নতমানের স্মার্টফোন পেতে পারেন আর আমার দেখা অনেকগুলো কপি সেটের মধ্যে একটি ও ভাল ছিল না মোবাইলের ডিটেইলস যা অনলাইনে বলে তার সবটাই ফেইক

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

Call

কপি সেটের মধ্যে ভালো খারাপ আছে । কপিরও কপি হয়। সুপার কপি (হাই কোয়ালিটি) গুলো বেশ ভালোই চলে। আপনাকে যদি নিম্নমানের ফোন দেই আপনি বুঝবেন না। আপনি যে দাম বলছেন এতে ভালো ফোন হবে না। এই সব ফোন কেনার প্রথম কিছুদিন ভালই চলে। কিন্তু কিছুদিন পরই সমস্যা শুরু হয়ে যায়। অনেক সফটওয়্যার সাপোর্ট করেনা।সমস্যা হলে কাষ্টমার কেয়ার খুঁজে পাওয়া কঠিন তা এসব সেটের চেয়ে ঐ টাকায় সিম্ফনি অথবা ওয়ালটন ফোন কেনাই শ্রেয়।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

একটা কথা শুনুন, সেট সুপার কপিই হোক

আর মাস্টার কপিই হোক,অযথা কপি সেট কিনে টাকা

নস্ট করবেন না,

১. সেট ভালো সার্বিস দেয় না

২. অনেক এপ্পস সাপোর্ট করেনা

৩. নেট সমস্যা করে।


ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ