শেয়ার করুন বন্ধুর সাথে
Call

লম্বা হওয়ার জন্য সাইকেল চলাতে পারেন দৈনিক ১ঘন্টা,আর যুলন্ত ব্যায়ম করতে পারেন,প্রতিদিন নিয়ম করে হাটাহাটি করুন,,মোটা হওয়ার জন্য দৈনিক ৪/৫/বার খাবার খান খানার রুচি ভারাতে আমলকি প্লাস সিরাপটি খেতে পারেন দুপুরে খাবারের ৩০মিনিট পর ১ঘন্টা ঘুমান

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

খুব বেশী চিকন না থেকে মিডিয়াম হওয়া ভাল । এর জন্য আপনাকে যা করতে হবে।
১. খাবারের পরিমাণ না বাড়িয়ে বরং খাবার গ্রহণ করার সময়টা বাড়ান অর্থাৎ একটু সময় নিয়ে ভাল ভাবে চিবিয়ে খাদ্য গ্রহণ করুন & খাবারের মাঝে খাবারের অর্ধেক পরিমাণ পানি পান করুন।
২.হালকা ব্যাম করুন।
৩. চিরতা ভিজিয়ে রেখে প্রতিদিন সকালে খেতে পারেন।
৪. প্রচুর পরিমানে পানি পান করুন।
আর লম্বা----------১. ঝুলতে পারেন। ২.একটু লাফাতে পারেন

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ