jqboram

Call

টেস্ট খেলা হল ক্রিকেটের লংগার ভার্সনের খেলা। পাচঁ দিনের খেলা। প্রতিদিন তিন সেশনের খেলা। ৩০ ওভার করে প্রতি সেশন। দিন প্রতি ৯০ ওভার খেলতে হবে। দুই দল খেলুক বা যত ইনিংসই খেলুক। ৯০ ওভারই একদিনের লিমিট। এটিতে দুই ইনিংস করে প্রত্যেক দল খেলার সুযোগ থাকে। প্রথম ইনিংস টসে জিতা দল খেলবে। সেক্ষেত্রে টস জয়ী দল ইচ্ছে হলে ব্যটিং বা বোলিং করতে করবে। প্রথম ইনিংস অলআউট হয়ে গেলে বিপক্ষ দল তাদের প্রথম ইনিংস ব্যাট করবে। এর পর বিপক্ষ দল ব্যাটিং করে প্রথম দলের প্রথম দলের করা রানগুলো অতিক্রম করতে চাইবে। এবার বিপক্ষদল যদি অল আউট হয়ে যায় তাহলে এবার আবার টসে জিতা দল দ্বিতীয় ইনিংস খেলতে নামবে। আগের রানের সাথে প্লাস মাইনাস এবং দ্বিতীয় ইনিংসের রান যুক্ত হয়েই তবেই সেটা বিপক্ষ দলের জন্য টার্গেট হয়ে দাড়াবে। ব্যাস।


নিয়ম: ০১ [প্লাস সিস্টেম টার্গেট]


১) ধরুন। আপনি লাল দল। টসে জিতলেন। ব্যাটিং নিয়ে ২০০ রান করে অলআউট হয়ে গেলেন।


২) বিপক্ষ দল সবুজ দল। তারা ১৯০ রান করে অলআউট। লাল দল থেকে ১০ রান কম।


৩) এরপর আপনারা তথা লাল দল। দ্বিতীয় ইনিংসে এসে করলেন ২৫০ রান এবং অলআউট হলেন। এখন তাদের জন্য টার্গেট হবে ২৫০ এবং সেই বাকী ১০ রান। মোট ২৫০+১০=২৬০ রান।


৪) এখন বাকীটা সবুজ দলের কাজ। পারলে জিতবে নাহলে হারবে।


নিয়ম: ০২ [মাইনাস সিস্টেম টার্গেট]


১)  ধরুন। আপনি লাল দল। টসে জিতলেন। ব্যাটিং নিয়ে ৪০০/৫ উইকেট হারিয়ে রান করে ডিক্লেয়ার দিলেন। এই ডিক্লেয়ার একান্ত আপনাদের ব্যাপার।


২) সবুজ দল সেক্ষেত্রে ৪৫০ রান করে অলআউট হয়ে গেল।


৩) এবার আপনারা করলেন ১২০ রান। এক্ষেত্রে তাদের জন্য টার্গেট হবে ১২০-৫০= ৭০ রানের। কেননা সবুজ দল তাদের প্রথম ইনিংসে আপনাদের থেকে কিন্তু ৫০ রান বেশিই করেছিল। তাই সেটা মাইনাস হবে।


নিয়ম:০৩  [ফলোঅন সিস্টেম টার্গেট]


১) ধরুন। আপনি লাল দল। টসে জিতলেন। ব্যাটিং নিয়ে ৪০০/৫ উইকেট হারিয়ে রান করে ডিক্লেয়ার দিলেন।


২) তারা তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে এসে ১০০ রানে গুটিয়ে গেল। সেক্ষেত্রে তারা ফলোঅনে পড়ে যাবে। কেননা তারা আপনার ৪০০ রানের ৭৫% রান অতিক্রম করতে হবে। তাহলে কমপক্ষে ৩০০+ রান করতে হত। তারা পারেনি। সো? ফলোঅন। বাকীটা আপনার ইচ্ছা। আপনার ইচ্ছা হলে আপনি দ্বিতীয় ইনিংসে ব্যাট না করে তাদেরকে আবার তাদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে পাঠাতে পারেন। আবার ইচ্ছে হলে করতেও পারেন। তবে খেয়াল রাখতে হবে, আপনি কিন্তু আর ব্যাট করতে পারছেন না যদি বিপক্ষ দলকে ফলোঅনে ব্যাটিংয়ে পাঠিয়ে দেন। বাকী রান গুলোই তাদের টার্গেট হিসেবে যাবে। যেমন,৪০০-১০০=৩০০ রান টার্গেট।

copy from বর্ণ ভাই 

Talk Doctor Online in Bissoy App
Call

পুরোপুরি না হলেও টেস্ট ক্রিকেটের এই নিয়ম গুলো জেনে রাখুন । টেস্ট ক্রিকেট সাধারণত পাঁচ দিনের হয়ে থাকে । প্রতিদিন ৯০ ওভার অথবা পর্যাপ্ত আলো থাকলে আম্পায়ারের সম্মতিতে পর্যাপ্ত আলো থাকা পর্যন্ত খেলা চালিয়ে নেয়া যায় । এক দিনে তিনটি সেশনে খেলা হয়ে থাকে (প্রতি সেশনে কমপক্ষে ২৯ ওভার) প্রাকৃতিক দুর্যোগ এর জন্য কোনো দিনের খ খেলা বন্ধ থাকলে যত ওভার খেলা বন্ধ ছিলো ততো ওভার বাকি দিনগুলোর খেলায় বন্টন করে দেয়া হয় এক্ষেত্রে বাকি দিনগুলোর খেলা নির্দিষ্ট সময়ের আগে শুরু হয় । কোনো খেলোয়ার আহত হয়ে মাঠের বাইরে চলে সে ঠিক যতো ওভার মাঠের বাইরে ছিলো ঠিক ততো ওভার ফিল্ডিং করার পর সে ব্যাটিং করতে পারে অন্যথায় তার ব্যাটিং বৈধ হয় না । অলআউট না হওয়া বা ইনিংস ডিক্লেয়ার না করা পর্যন্ত ব্যাটিং করতে পারে । পঞ্চম দিন পর্যন্ত খেলা হওয়ার পরেও ম্যাচ নিষ্পত্তি না হলে দুই অধিনায়কের সম্মতিতে ম্যাচ ড্র ঘোষণা করা হয় অথবা কোনো কারণে খেলা মাঠে না গড়ালে ম্যাচ ড্র ঘোষণা করা হয় । টেস্ট ক্রিকেটে নোবল থাকলেও ফ্রি হিট নেই । কোনো দল বিপক্ষ দলের মোট রানের অর্ধেক অথবা এর কমে অলআউট হলে বিপক্ষ দলের অধিনায়ক সেই দলকে ইনিংস ফলোঅন করাতে পারে অর্থাত্‍ দ্বিতীয়বার ব্যাটিং করাতে পারে ।

Talk Doctor Online in Bissoy App