আপনি ল্যাপটপ কিনবেন? এর দাম যত বেশি হবে কোয়ালিটি তত ভাল হবে। যেমন : আপনি প্রসেসর নিবেন কোর আই ফাইভ, র‍্যাম ৪ জিবি, হার্ডডিস্ক এক টেরা বাইট। তবে ল্যাপটপ এর এসব হার্ডওয়্যার ফিক্সড। আপনি ইচ্ছে করলেই কম বা বেশি করতে পারবেন না। তাই আগে বাজেট ঠিক করুন। তারপর ল্যাপটপ কিনুন। অল্প বাজেট হলে কোয়ালিটি ভাল হবে না। আর বাজেট ৫০,০০০ টাকা হলে মোটামুটি ভাল মানের হবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

আপনি বাজেট বলেননি, তাহলে ভাল হত।

একটি ভাল ল্যাপটপের কনফিগারেশন দেয়া হল...

প্রসেসর- intel R core i7 5500U , CPU- 3.4 G...

র্যাম- 8 GB DDR3 6 th Genaretion।

হাডডিক্স ড্রাইভ - 1 TB HDD  or 2 TB।

গ্রাফিক্স মেমরি - ১ বা ২  গিগাবাইট ডেডিকেটেড গ্রাফিক্স মেমরি।

ব্যাটারি-  ল্যাপটপ কেনার আগে দেখে নেয়া দরকার এর ব্যাটারি কতটুকু সময় ব্যাকআপ দিতে পারে। আপনার যদি আউটডোরে ল্যাপটপ বেশি ব্যবহার করার প্রয়োজন হয় তাহলে লক্ষ্য রাখুন ব্যাটারির ব্যাকআপ যেন একটু বেশি হয়।


ল্যাপটপ কেনার আগে এর সাউন্ড কীরকম তা পরীক্ষা করে নিন।
এর সাথে এর কিবোর্ড টাও চেক করে নিন।

এছাড়া কেনার সময় অবশ্যই ওয়ারেন্টি কার্ড, চার্জার, ব্যাগ ইত্যাদি আনুসাঙ্গিক জিনিসপত্র যা আপনার ল্যাপটপের সঙ্গেই পাচ্ছেন তা বুঝে নিতে ভুলবেন না।

এছাড়া সবসময় অনুমোদিত ডিলার, আমদানিকারক, বিশ্বস্ত মাধ্যম বা ব্যক্তির কাছ থেকে ল্যাপটপ কিনুন। আর খেয়াল রাখবেন তারা কতটা সময় এর ভিতরে বিক্রয়ত্তোর সেবা দিতে পারবে। কারন যে কোন সময় ল্যাপটপের সমস্যার কারনে আপনাকে বিক্রেতার নিকট যাওয়া লাগতে পারে। কারন আপনার এর মধ্যে জরুরী কাজ থেকে থাকলে বেশ ঝামেলার সম্মুখীন হতে পারেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ