RobinSicily

Call

আপনি বলেননি যে আপনার মা বেঁচে আছেন কিনা । যদি আপনার মা বেঁচে থাকেন তাহলে আপনার বাবার পেনশনের সকল সুবিধা আপনার মা পাবেন। আর যদি মা না থাকেন তাহলে আপনারা (সন্তান) কোন সুবিধা পাবেন না ।

নিচে আপনার বাবার পেনশনের হিসাব দেখানো হলঃ

শেষ আহরিত বেতন ১৮,৪৬০/- টাকা

মোট পেনশন = ১৮,৪৬০x৯০/১০০   বা ১৬,৬১৪ টাকা
১/২ অংশ সমর্পণ= ১৬,৬১৪x ১/২  বা ৮,৩০৭ টাকা  ( অর্ধেক সরকারকে সমর্পণ করতে হয়)
মাসিক পেনশন= ১৬৬১৪-৮৩০৭=৮,৩০৭ টাকা
আনুতোষিক =৮,৩০৭ x ২৩০
= ১৯,১০,৬১০ টাকা (উত্তর)

আর সব ধরনের ভাতা পাবেন। চিকিতসা ভাতা, বোনাস

( সরকার নির্ধারিত ২০ বছরের উর্দ্ধে চাকুরী     করলে ১ টাকা সমান ২৩০ টাকা ধরা হয়। নিচের টেবিলে দেখুন )
এখানে লক্ষ্যনীয় যে তিনি ২৫ বছর চাকুরী করেছেন কিন্ত বিনা বেতনে ছুটি ভোগ বা ভিন্ন কারনে বেতন না পাওয়াতে চাকুরীর মেয়াদ কমে যাওয়াতে উনি আর্থিক ভাবে ক্ষতিগ্রস্থ হলেন। ২৫ বছর চাকুরী হলে উনি ৯০% পেনশন পেতেন ।সে কারনে সরকারি চাকুরি বিনা বেতনে ছুটি ভোগ করা বা কোন কারনে বেতন না পেলে ভিষন ক্ষতিগ্রস্থ হতে হয়। এ ব্যাপারে সবাইকে সচেতন থাকা  উচিৎ।
image
image
image
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ