ডোমেইন একাউন্ট খুলার কোন টিউটোরিয়াল সংক্রান্ত সাইট জানা আছে কি? থাকলে কষ্ট করে লিংক টা দেন ভাই। আসলে আমি একেবারে এ বিষয়ে একেবারে নতুন।
শেয়ার করুন বন্ধুর সাথে

ডোমেইন কিনার জন্য প্রথমেই আপনাকে যেকোনো হোস্টিং কোম্পানির সাইটে যেতে হবে। হোস্টিং কোম্পানির সাইটে গিয়ে ডোমেইন বিভাগে যান। এরপর সেখান থেকে ডোমেইন রেজিস্ট্রেশন অপশন টিতে যান। এবার আপনি যেই নামে ডোমেইন কিনতে চান তা দিয়ে লুকআপ বা সার্চ করুন। এবার আপনার পছন্দের ডোমেইনটি ফাকা থাকলে Congratulations বার্তা দেখাবে। যাইহোক আপনার কাঙ্খিত ডোমেইনটি পেয়ে গেলে ঐ হোস্টিং সাইটে রেজিস্ট্রেশন করে তাদের ইউজার হয়ে তা কিনার জন্য আবেদন করুন। সর্বশেষ আপনার ডোমেইন ফী দিয়ে ডোমেইনটি কিনে নিন। ডোমেইন রেজিস্ট্রেশন এর মেয়াদ সাধারনত ১ থেকে ১০ বছরের জন্য হয়ে থাকে। ডোমেইন কেনার সময় ফি পরিশোধ করার জন্য অনেক ঝামেলা পোহাতে হয় যদি আপনি বাইরের দেশের কোম্পানির কাছ থেকে ডোমেইন কিনেন। কারন তারা পেপাল কিংবা ক্রেডিট কার্ড চায়। আর বাংলাদেশে পেপাল সাপোর্ট করেনা বলে অনেকেরই তা নেই। এজন্য আমরা ডোমেইন কিনতে পারি না। তবে এ সমস্যার জন্য আমি আপনাদের কিছু বাংলাদেশি ডোমেইন রেজিস্টার কোম্পানির নাম দিচ্ছি। এসব কোম্পানি ব্রাক ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক, বিকাশ এর মাধ্যমে পেমেন্ট নিয়ে থাকে। তাই আপনাকে আর পেমেন্ট নিয়ে চিন্তা করতে হবে না। নিচে কিছু বাংলাদেশি ডোমেইন রেজিস্টার/রিসেলার কোম্পানির এড্রেস দেয়া হল। 1) www.esoft.com.bd 2) www.instra.com 3) www.dnsbd.com 4) www.ehost.com.bd 5) www.eicra.com 6) www.btcl.com.bd 7) www.alpha.net.bd তথ্যসূত্র : http://www.teck-park.com/2016/10/kothay-domain-kinben.html?

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ