ল্যাপটপ থাকতেই হবে এমন কোন কথা নেই।

ডেক্সটপ হলেও চলবে।

তবে ল্যাপটপ যেহেতু পোর্টেবল সেহেতু ইউজ করা সুবিধাজনক।

আপনি যেহেতু প্রোগ্রাম লিখবেন সেহেতু আই ফাইভ বা আই সেভেন প্রসেসরের ল্যাপটপ হলে ভাল হয়।

র্যাম ৮ জিবি।

অ্যাপল ম্যাক কিনলে উইন্ডোজ এবং ম্যাক অপারেটিং সিস্টেম একসাথে চালাতে পারবেন।

ফলে সব ধরনের প্রোগ্রামিং ঝামেলা ছাড়াই করতে পারবেন।

ল্যাপটপ এর পাশাপাশি ডেক্সটপ থাকলে ভাল হয়

কেননা ডেক্সটপ এর পারফরমেন্স সবসময় বেশি হয়।

Talk Doctor Online in Bissoy App