আপনি প্রতিদিন মখে দিনে ২/৩ বার লেবুর রস লাগান।তাছাড়া contractubex ক্রিম টি ব্যাবহার করতে পারেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

পুই পাতার রস মাখিয়ে ঐ পাতা বেটে দিলে ব্রণ অনেক কমে যায় | অথবা হাতিগুঁড়োর পাতা ও কচি ডাল থেঁতো করে দুপুরে স্নান করতে যাবার ১ ঘন্টা আগে ব্রণের উপর প্রলেপ দিলে ব্রণ সারে এবং নতুন করে আর ব্রণ হয় না | সূত্রঃ হেকিমী চিকিৎসা

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

মুখ অপরিষ্কারছন্নতা থেকে ব্রন হতে পারে।তৈলাক্ত ত্বক হলে তো কথাই নাই।আপনি দৈনিক ৩-৪ বার গার্নিয়ার পাওয়ার হোয়াইট ফেসওয়াস দিয়ে মুখ ধুবেন।দিনে ১-২ বার বেটনোবেট এন ব্যবহার করবেন।আমি ব্যবহারে উপকার পাইছি

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

আপনি হামদর্দের "ছাফি" সিরাপ সেবন করেন|এটি ত্বককে যেকোন প্রদাহ থেকে রক্ষা করে থাকে|অর্থাৎ এটি সেবন করলে ত্বকে ব্রন উঠা বন্ধ হয়ে যাবে|ব্রন ও কালো দাগ উভয়ই দুর করবে|সাথে 'ফোনা প্লাস' জেল ব্যবহার করবেন|কিছু দিনের মধ্যেই ব্রন দুর হবে|

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Yakub Ali

Call

♣♣Clinface gel ব্যবহার করুন, শুধু রাতে ব্যবহার করবেন।

♣♣সকালে ও রাতে ইসবগুলের ভুসি খাবেন, পানি বেশী করে খাবেন।

♣♣ফেসওয়াস দিয়ে মুখ পরিস্কার করবেন দিন 3 বার। ক্রীমটি ব্যবহার করলে ব্রণ ভাল হয়ে যাবে, যতদিন ব্রণ দুর না হয় ততদিন ধৈর্য ধরে ব্যবহার অব্যাহত রাখুন।

♣♣ব্রণ ভাল হওয়ার পর ত্বক কিছুটা কালো দেখাতে পারে। ঘাবড়ানোর কিছু নাই, পরবর্তীতে এমনিতেই ধীরে ধীরে দাগ কমতে থাকবে, দাম 150 টাকা করে.।

image

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ