Call

(5-3)= 2 বছরের মুনাফা (1830 টাকা-1578 টাকা)=252 টাকা ।

অতএব 1 বছরের মুনাফা =252÷2=126 টাকা ।

তাহলে 5 বছরের মুনাফা =126×5=630 টাকা ।

এখন,

আসল= মুনাফাআসল-মুনাফা 

           = 1830 টাকা-630 টাকা 

           =1200  টাকা ।

মুনাফার হার=মুনাফা×100/আসল×সময়

                   = 630×100/1200×5

                   =6300/6000

                   =10.5

মুনাফার হার 10.5% 

উত্তর : আসল 1200 টাকা এবং

 মুনাফার হার 10.5%

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
biggan

Call

(অন্য নিয়ম)

আমরা জানি,

A=P(1+nr)

বা, P=A/(1+nr)

১ম তথ্যানুসারে, P = 1578/(1+3r) _____ (i)

২য় তথ্যানুসারে, P = 1830/(1+5r) _____ (ii)

(i) ও (ii) হতে পাই,

1578/(1+3r)=1830/(1+5r)

বা, 1578(1+5r)=1830(1+3r)

বা, 1578+7890r=1830+5490r

বা, 7890r-5490r=1830-1578

বা, 2400r=252

বা, r=252/2400

বা, r=(252*100/2400)%

∴ r=10.5%

r এর মান (i) তে বসিয়ে পাই,

P= 1578/(1+3*10.5%)=1200

∴ আসল 1200 টাকা এবং মুনাফার হার 10.5%

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ