মনে করি, মুনাফা = ২ক টাকা, আসল = ৫ ক টাকা অতএব মুনাফা আসল = (২ক+৫ক) = ৭ক টাকা। প্রশ্নমতে, ৭ক = ৫৬০০ টাকা . '. ক = (৫৬০০÷ ৭) = ৮০০ টাকা। . '. মুনাফা = ২*৮০০ = ১৬০০ . '. আসল = (৫*৮০০) = ৪০০০ টাকা। এখন, ১০০ টাকার ১ বছরের মুনাফা= ৮ টাকা . '. ১ টাকার ১ বছরের মুনাফা = ৮/১০০ . '. ৪০০০ টাকার ১ বছরের মুনাফা ৮*৪০০০/১০০ = ৩২০ টাকা। সুতরাং ৩২০ টাকা মুনাফা হয় = ১ বছরে ১ টাকা মুনাফা হয় = ১/৩২০ ১৬০০ টাকা মুনাফা হয় = ১*১৬০০/৩২০ = ৫ বছরে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ