কিছু দিন আগে আমার ভাই পায়ে ব্যাথা পায়। ডাক্তারের কাছে গেলে ডাক্তার তাকে এক্সরে টেস্ট,রক্ত পরিক্ষা,প্রসাবও পায়খানা পরিক্ষা করতে বলে। এর সাথে তার পায়ের ব্যাথা কমানোর জন্য কিছু ঔষধ দেয়-Om 20,Inflam 400,Flux 500 এই ট্যাবলেট গুলো দেয়।এক্সরে রিপোর্টে ধরা পরে তার পা মচকায়।আর বাকি সব রিপোর্ট নরমাল।আমার ভাই প্রায় তিন দিন ঔষধ গুলো খাওয়ার পরে। এখন পুরো পাগলের মতো হয়ে গিয়েছে। প্লিজ দয়া করে বলুন এ সমস্যা তার ঔষধের জন্য হয়েছে নাকি অন্য কোনো কারনে। এখন কিরব?
শেয়ার করুন বন্ধুর সাথে
Yakub Ali

Call

আপনার ভাই কে দেওয়া ঔষধ গুলো ঠিকই

আছে, কিন্তু পাগলের মতো হয়ে গেছে বলতে

কি ধরণের উপসর্গ দেখা দিয়েছে তা স্পষ্ট নয়।


উক্ত ঔষধ গুলোর খারাপ কোন পার্শ্বপ্রতিক্রিয়া

ও নাই, পুনরায় দ্রুত ঐ ডাক্তারের শরণাপন্ন

হোন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ