যে কোন যুক্তি দ্বারা


শেয়ার করুন বন্ধুর সাথে
Call

এখানে পানি দ্রাব্য এবং দুধ দ্রাবক ।কেননা দ্রবণে যে উপাদানটির ভৌত অবস্থা উৎপন্ন দ্রবণটির ভৌত অবস্থা নির্ধারণ করে তাকে দ্রাবক বলে। সাধারণত দ্রাবক, দ্রাব্যের থেকে বেশি বেশি পরিমাণে থাকে; যেমন: চিনি, জলে দ্রবীভূত হয়ে সমসত্ত মিশ্রণ উৎপন্ন করে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

উত্তরঃ- এখানে দুধ দ্রবক আর পানি দ্রাব। 

আমরা জানি,

দ্রাবক ও দ্রবের মিশ্রণের ফলে যা তৈরি হয় তাকে 

দ্রবন বলে। দ্রবণে মধ্যে যার পরিমান বেশি থাকে

তাকে দ্রাবক বলে। আর যার পরিমাণ কম থাকে 

তাকে দ্রব বলে। এখানে দুধের পরিমাণ বেশি বলে

সেটি দ্রাবক। আর পানি কম বলে সেটি দ্রব।

উদাহারণঃ- পানিতে চিনি মিশ্রনের ফলে শরবত বা 

দ্রবণ তৈরি হয়। এখানে পানি দ্রাবক এবং চিনি দ্রব।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ