অতিরিক্ত ঘুমানো মোটেই ভালো লক্ষন নয়।শরীরে ভিটামিন ও পুষ্টির স্বল্পতা দেখা দিলে এইরকম হয়ে থাকে।কারন কোনরকম কায়িক শ্রম করলেই শরীরে ক্লান্তি নেমে আসে।এবং অতিরিক্ত ঘুম হয়।জেগে থাকলেও ঘুম ঘুম ভাব কাজ করে।
 দুই ধরনের ঘুমের সমস্যাই হতে পারে। ঘুমের সমস্যা হলে অবসন্নতা, কাজের গতি কমে যাওয়া, মাথাব্যথা, অস্বস্তি, বিষণ্ণতা ইত্যাদি সমস্যা হয়। শরীরকে ঠিক রাখতে তাই ঘুম জরুরি।
তবে ঘুমের আগে কিছু বিষয় মেনে চললে সমস্যা অনেকটাই কমানো সম্ভব। স্বাস্থ্যবিষয়ক ওয়েবসাইট টপটেন হোমরিমেডি জানিয়েছে ঘুমের সমস্যা কমানোর কিছু ঘরোয়া উপায়ের কথা।
জাফরান
জাফরানের মধ্যে রয়েছে এক ধরনের প্রশান্তিদায়ক উপাদান। এটি ঘুমের সমস্যা কমাতে কাজ করে।
গরম দুধের মধ্যে কয়েক সুতা জাফরান মেশান।
রাতে ঘুমের আগে এটি খান।
ক্যামোমিলের চা
ঘুমের সমস্যা দূর করার জন্য ক্যামোমিলের চা বেশ প্রচলিত ঘরোয়া উপাদান। এর মধ্যে থাকা অ্যাপিজেনিনের কারণে এটি সম্ভব হয়। ঘুমের সমস্যা কমাতে সামান্য মধু ও দারুচিনি গুঁড়ো মিশিয়ে ক্যামোমিলের চা পান করতে পারেন।
গরম দুধ
এক গ্লাস গরম দুধ শরীর ও মনকে শিথিল করতে সাহায্য করে। কলা কেটে গরম দুধের মধ্যে ব্লেন্ড করে খেতে পারেন। এ ছাড়া চা চামচের এক চতুর্থাংশ পরিমাণ দারুচিনি গুঁড়ো গরম দুধে মেশান। ঘুমের আধা ঘণ্টা আগে এটি খান। ঘুম ভালো হবে।
গরম পানিতে গোসল
ঘুমের দুই ঘণ্টা আগে হালকা গরম পানি দিয়ে গোসল করতে পারেন। এটি শরীরকে শিথিল করবে। গোসলের আগে এসেনশিয়াল অয়েল যেমন : ক্যামোমিল, ল্যাভেন্ডার, রোজমেরি ইত্যাদি শরীরে মেখে নিতে পারেন। এতে বেশি উপকার পাওয়া যাবে।
(সংগৃহীত)
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ