শেয়ার করুন বন্ধুর সাথে
MsrZihad

Call

ঘুমানোর আগে এক কাপ পরিমাণ গরুর কাঁচা দুধের সাথে আড়ই থেকে ৩ গ্রাম অশ্বগন্ধা গোঁড় মিশিয়ে খেলে এ রোগটি চিরকালের মতো ভালো হয়ে যাবে। তবে ঔষধ খওয়ার সঙ্গে কু-চিন্তা ও কু-অভ্যাস এবং অশ্লীল ছবি, বই-পত্র পাঠ সম্পূর্ণ বর্জন করতে হবে।আরও বিস্তারিত জানতে ক্লিক করুন

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

স্বপ্নদোষ একেবারেই স্বাভবিক এবং শারীরবৃত্তীয় কারণে সংগঠিত একটি শারীরিক প্রক্রিয়া মাত্র। নির্দিষ্ট বয়সে যে কোন ছেলের ক্ষেত্রেই এটি ঘটতে পারে। এতে ভীতির কোনো কারন নেই। তবে প্রতিদিন হওয়াটা অবশ্যই সমস্যা। স্বপ্নদোষ থেকে মুক্তি পাওয়ার কয়েকটি উপায়::: 

☞ ঘুমাতে যাবার আগে প্রস্রাব করে নিন। যদিও এটি স্বপ্নদোষের চিকিৎসা নয়। তবে এটি স্বপ্নদোষের চাপ কমাতে শরীরকে সাহায্য করে। 

☞ অশ্বগন্ধা (Withaniasomnif era) স্বপ্নদোষে সৃষ্ট সমস্যায় উপকারসহ সর্বপোরী যৌন স্বাস্থ্য শুদ্ধি, হরমোন ব্যালেন্স এবং হস্তমৈথুনের ফলে দুর্বল হয়ে যাওয়া পেশীশক্তি ফিরে পাওয়া ও ভিতরগত ছোট-খাট ইনজুরি সারিয়ে তুলতে পারে। 

☞ ঘুমানোর আগে অতিরিক্ত পানি পান করবেন না। যদি সামান্য পরিমান প্রস্রাবের লক্ষনও থাকে, বিছানায় যাবার আগে প্রস্রাব করে নিন। 

☞ দিনের বেলায় অতিরিক্ত দুচিন্তা করবেন না। 

☞ অতিরিক্ত সেক্স এর বিষয় নিয়ে আলোচনা করবেন না। 

☞ রাতের খাবার খাওয়ার পর-পরই ঘুমাতে যাবেন না। কিছুক্ষন হাটা-হাটি করুন।পারলে ব্যায়াম করুন। 

☞ প্রতিদিন সামান্য করে হলেও পুদিনা পাতা অথবা মিছরী খাবার অভ্যাস করুন। 

☞ মনে মনে এমন কিছু ভাবুন যেটি আপনাকে মানসিক ভাবে শান্তি প্রদান করে। 

☞ যখন ঘুম আসবে শুধু মাত্র তখনি বিছানায় যাবেন। বিছানায় গিয়ে ঘুমানোর চেষ্টা করবেন অযথা কল্পনা করবেন না। 

☞ নিজেকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। 

☞ রাতে ঢিলাঢালা জামাকাপড় পরে ঘুমান 

☞ পর্ণ দেখা বন্ধ করুন 

☞ মাঝরাতে ঘুম থেকে উঠে আবার প্রস্রাব করুন 

☞ রাতে ঘুমানোর আগে কিছু বরফ নিয়ে অণ্ডকোষের চারপাশে কিছুক্ষন মালিশ করে তারপর ঘুমান । 

☞ স্ত্রীর সাথে যৌনমিলন নিয়মিত করলে এম্নিতেই স্বপ্নদোষ কম হবে । 

☞ এরপরও যদি না কমে তবে দেরি না করে ডাক্তার দেখান ।. 

http://bangla-hot-zone.blogspot.com/2014/09/blog-post_95.html?m=1

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Yakub Ali

Call

প্রতিদিন স্বপ্নদোষ হলে চিকিত্সার প্রয়োজন

এর জন্য হামদর্দের জারনাইড সিরাপ খেতে

পারেন কমে যাবে।


মাসে 4/6 বার সপ্নদোষ হওয়া স্বাভাবিক।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ