ললিপপ হচ্ছে কিটক্যাট এর পরবর্তী আপডেট ভার্সন। আর আপডেট করার উদ্দেশ্য হল পূর্ববর্তী ভার্সন থেকে উন্নত করা (কিছু ফিচার যোগ, বাগস্ দূর করা ইত্যাদি)।  ললিপপ কিটক্যাট এর চেয়ে অনেক Smooth কাজ করে। এদের মধ্যে মূল পরিবর্তন হচ্ছে  MATERIAL Design. 

এছাড়া ব্যাটারি এর চার্জ  improve, নোটিফিকেশ প্যানেল এর কিছু পরিবর্তন, ফ্ল্যাশলাইট বাটন যোগ, কিটক্যাট এর API level 19 & 20 আর ললিপপ এর হল 21 & 22, এপ্স Priority করার সুবিধা, মাল্টিটাস্কিং, উচ্চ গ্রাফিক্স সাপোর্ট করে। ক্যামেরা (ইমেজ ৩০ fps, ভিডিও h.265) ও অডিও (৫.১, ৭.১) উন্নত। নতুন কিছু সেন্সর যুক্ত হয়েছে (tilt detector, heart rate sensor, interaction composit sensor). ইন্টারনেট ব্যবহারে Chromium WebView যোগ হয়েছে যার ফলে Custom Elements, Shadow DOM, HTML Imports, and Templates সাপোর্ট করবে। দ্রুত ইনপুট মেথড (কিবোর্ড) চেঞ্জ করা যায়। আরও বেশ কিছু ছোট পরিবর্তন করা হয়েছে।।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ