Share with your friends

ভাই আপনি এসএসসি টেস্ট পেপার কিনুন। সেখানে সুন্দর সাজেশন পাবেন। কিনতে না পারলে আপনার বন্ধুদের কাছ থেকে নিয়ে ফটোকপি করে নিন। এটাই সবচেয়ে ভাল উপায়। এখানে কেউ আপনাকে সাজেশন দিবে না। আর দিলেও সেটা কতটা গ্রহণযোগ্য বা গুরুত্বপূর্ণ তা নিয়ে সন্দেহ থেকে যায়। কারন এখানে যারা উত্তর দেন তারা কেউ অভিজ্ঞ শিক্ষক কি না সেটা কেউ বলতে পারবে না। আর অভিজ্ঞ শিক্ষক ছাড়া সাজেশন দিলে সেটা পরীক্ষার জন্য কমন নাও আসতে পারে। তাই পরীক্ষায় রেজাল্ট খারাপ না করে আগেই বুঝে শুনে কাজ করেন। আশা করি বুঝতে পেরেছেন।

Talk Doctor Online in Bissoy App
Call

আজ রাইটিং অংশ থেকে করা সাজেশনটা দিচ্ছি। Paragraph: 1/Our national flag 2/Load_shedding3/A Tea stall 4/Tree Plantation5/A school Magazine6/A winter morning7/ Physical Exercise8/Traffic jamStory writing:1/Graps all lost all2/An Honest wood cutter3/A friend in need..4/Unity is strength5/Devotion to mother6/ Grasp all lost all7/Golden luck of a Rickshaw puller8/A Lion and a MouseLetter:লেটার কমন পড়ার সম্ভাবনা খুব কম।ফ্রি হ্যান্ডে লেখা শিখলে সবগুলো পারা যাবে। লেখার নিয়ম একই থাকতে হবে। অর্থাত একটি লেটার লেখার নিয়মগুলো একই থাকবে শুধু লেটারের বডি ঠিক রাখলেই যথেষ্ট। Dialogue: ডায়লগের ও নিয়ম একই থাকবে শুধু মূল বডিটা পরিবর্তন করতে হবে।1/About load_shedding2/Opening a bank account3/Importance of learning eng:4/About the exam:5/ Unemployment problem in BD6/ Borrowing book7/About tree plantation ##এগুলো পড়লে আশা করি সবগুলো পারা যাবে।

Talk Doctor Online in Bissoy App