শুধুমাত্র রাজশাহী বোর্ডের জন্য সাজেশন চাই?
শেয়ার করুন বন্ধুর সাথে

কেউ আপনাকে রসায়ন বই থেকে কিছু প্রশ্ন দিল এবং সেগুলো পড়ে গেলেন আর সেগুলোই পরীক্ষায় আসল এমনটা মনে করার কোনো কারণ নেই ।কারণ সম্পূর্ণ বইটা থেকেই প্রশ্ন করা হবে ।তবে আপনাকে একটাই কথা বলতে পারি যে আপনার রসায়ন বইটা ভালো করে পড়ুন,এখান থেকেই প্রশ্নটা হবে এবং সকল উত্তর এখানেই অছে ।তবে নিচের বিষয়গুলো একটু লক্ষ্য করুন করুন । আশা করি কাজে লাগবে । ১.আগে রসায়ন পাঠ্য বইয়ের প্রতিটি অধ্যায় খুব মনোযোগ দিয়ে পড়ুন ।বিশেষ করে সংজ্ঞাগুলো এবং বিক্রিয়ার সমীকরণগুলো বেশি বেশি পড়ুন এবং নোট করুন । ২.রসায়ন এর যে টপিকগুলো বুঝতে সমস্যা হবে তা তাত্‍ক্ষণিক ভাবে সমধানের জন্য গুগল বা উইকিপিডিয়ায় সার্চ দিয়ে জেনে নিন ।অনেক ভালো ভালো সাইটে আপনার সমস্যার সমাধান পাবেন ।আর বন্ধু বা বড় অভিজ্ঞ ভাইদের জিজ্ঞাসা করতে পারেন । ৩.রসায়নে বেশি নাম্বার পাওয়ার সবচেয়ে সহজ বুদ্ধি হলো লেখায় বিক্রিয়া গুলো করে দেখানো এবং চিত্র একে দেখানো ।তাই পড়ার সময় পাশে একটা খাতা বা নোটবুক রাখুন আর লিখে রাখুন ।অধ্যায় শেষ হলে সেগুলো আবার দেখে নিন । ৪.রসায়ন কঠিন কোনো বিষয় নয় তাই পড়ার সময় বুঝে বুঝে পড়ুন এবং মিলিয়ে নিন ।পাশে সহায়িকা বা গাইড রাখতে পারেন ভালোভাবে বোঝার জন্য । ৫.পর্যায় সারণির ১ম ৩০টি এবং গুরুত্বপূর্ণ মৌলগুলোর পারমাণবিক সংখ্যা,ভর ও যোজনী মুখস্থ করে নিন এবং রাসায়নিক বিক্রিয়া হতে সংকেত ও সমীকরণ লেখার নিয়ম শিখে নিন এবং প্রাকটিস করুন ।এতে সুবিধা হবে । ৬.নিরাশ হবেন না,নিয়মিতভাবে এ কয়েকদিন ভালোভাবে বইটা পড়ুন আশা করি সমস্যা কেটে যাবে ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ