২০১৭ সালের ssc পরিক্ষার জন্য রাজশাহী বোর্ডের জন্য আমি লেকচার টেষ্ট পেপার কিনেছি। এখন আমার প্রশ্ন হচ্ছে, এই টেষ্ট পেপারে তো অসংখ্য অংক রয়েছে, এতোগুলো অংক এতো কম সময়ে কিভাবে ছারাবো? আমাদের রাজশাহী বোর্ডের জন্য কোন কোন বোর্ডের অংকগুলো করতে হবে? বা কোন কোন স্কুলের অংক করতে হবে? আর একটা প্রশ্ন, এই লেকচার টেষ্ট পেপার থেকে কি সম্পুর্ন কমন পরার কোন নিচ্চয়তা আছে? প্লিজ অভিজ্ঞ কেউ সমাধান দিন?
Share with your friends

Call

গাইড পড়লেই কমন পড়বে এমন কোনো কথা নেই। তবে অনুশীলন করলে হুবহু ওগুলো না থাকলেও ওই আদলে থাকতে পারে। আর হ্যা, আপনি সকল বোর্ডের বিগত বেজোড় সালে যে অংক গুলো আসছে, ওগুলো চর্চা করে যাইয়েন। যেমন ধরেন, ২০০৭/৯/১১/১৩/১৫ এই সালগুলোর।

Talk Doctor Online in Bissoy App